সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে এক ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, নিজের ১৬ বছরের কন্যা সন্তানকে হত্যার অভিযোগে অভিযুক্ত মহিলাকে প্রদান করা শাস্তির দৃশ্য। ভিডিওতে এক বদ্ধ ঘরের মধ্যে একজন মহিলাকে বিছানায় শায়িত অবস্থায় রেখে কয়েকজন পুলিশ কর্মী বলপ্রয়োগের মাধ্যমে হাতে বেল্ট লাগিয়ে বেঁধে রাখার চেষ্টা করছে। ক্যাপশনে লেখা হয়েছে,”16 মাসের কন্যা সন্তানকে রেখে দশ দিনের জন্য ঘুরতে গেছিলো তাঁর মা।ফিরে এসে দেখে শিশুর নিথ দেহ পড়ে আছে, সেই মায়ের কঠোর শাস্তির আবেদন করেছিল সবাই, শাস্তি কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করে সকলকে দেখানোর সুযোগ করে দেয়া হলো 😭😭 ।“

তথ্য যাচাই করে আমরা ভিডিওর সাথে করা দাবিটিকে বিভ্রান্তিকর হিসেবে পেয়েছি। ভিডিওর মহিলা একজন মানসিক রুগী।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

আমরা প্রথমে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, Arizona Central-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। এই প্রতিবেদন অনুযায়ী, ভিডিওর মহিলার নাম ভ্যালেন্টিনা গ্লোরিয়া। তিনি একজন মানসিক রুগী। হাসপাতালে চিকিৎসা চলাকালীন নার্সদের উপর থুথু ফেলার অভিযোগে ২০১৮ সালের ৩১ ডিসেম্বর তারিখে তাকে গ্রেফতার করা হয়েছিল।

প্রতিবেদন আর্কাইভ

‘ফনিক্স নিউ টাইমস’-এর প্রতিবেদনেও মহিলাকে ভ্যালেন্টিনা গ্লোরিয়া বলে জানানো হয়। তিনি একজন অটিজম ও মানসিক রুগী। চিকিৎসা চলাকালীন নার্সদের উপর থুথু ফেলার জন্য তাকে গ্রেফতার করে তার হাত, পায়ে হাতকড়া লাগিয়ে বেঁধে রাখা হয়েছিল।

‘ফনিক্স নিউ টাইমস’-এর অন্য একটি প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ নয় মাস পর চিকিৎসার জন্য তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল।

প্রতিবেদন আর্কাইভ

যা থেকে স্পষ্ট হয় যে, নিজের ১৬ বছর কন্যার হত্যার অপারধে মহিলাকে সাজা দেওয়া হচ্ছে না। ভিডিওর মহিলা আসলে মানসিক রুগী।

চলতি বছরের মার্চ মাসের সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ক্রিস্টেল ক্যান্ডেলারিও নামের আমেরিকার মহিলা তার ১৬ মাসের কন্যা সন্তান জাইলিনকে ছেড়ে এক ছেলে বন্ধুর সাথে ডেট্রয়েটে ছুটি কাটাতে গেছিলেন। জাইলিনকে বাড়িতে রেখে ১০ দিনের ছুটি কাটিয়ে বাড়ি ফিরে দেখে জাইলিনের মৃত্যু। এই জঘন্য অপরাধের জন্য তাকে গ্রেফতার করা হয় এবং যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছে।

প্রতিবেদন আর্কাইভ

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ১৬ মাসের কন্যাকে বাড়িতে একা রেখে মায়ের ১০ দিনের ছুটি কাটানোর জন্য মায়ের শাস্তির ভিডিও নয় এটি। ভিডিওটি ২০১৮ সালের এবং ভিডিওর মহিলা একজন মানসিক রুগী। দুটি ভিন্ন ঘটনাকে একসাথে জুড়ে দেওয়া হয়েছে।

Avatar

Title:১৬ মাসের কন্যা সন্তানকে বাড়িতে রেখে ১০ দিনের জন্য ঘুরতে যাওয়া মায়ের শাস্তির ভিডিও ? জানুন ভিডিওর সত্যতা

Fact Check By: Nasim Akhtar

Result: False