গ্রীষ্মের তীব্র দাবদাহ উষ্ণতায় মানুষ যেন হাঁপসে উঠেছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কিছু জায়গায় রামেলা ঘূর্ণিঝড় কিছুটা স্বস্তি দিলেও ঘর বাড়ি উজাড় করেছে অনেক মানুষের। তীব্র গরম আবহাওয়ার এই পরিস্থিতিতে সূর্য মামাকে নিয়ে একটি ফেসবুক পোস্ট বিশাল ভাইরাল হচ্ছে। কয়েকটি সূর্যের প্রতীকী সম্বলিত এই পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত চলবে নওতাপ বলে জানিয়েছে নাসা।

ফেসবুক পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে,”আসছে নওতাপ ২০২৪ NASA রা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে। আগামী ২৫ মে সকাল ৩টে ১৬ মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। ১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। *সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলে তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এই ৯ দিনকে নওতাপ বলা হয়। এই নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত।* সাবধানে থাকবেন জনকল্যাণ সার্থে পোস্ট টি শেয়ার করুন ।“

তথ্য যাচাই করে আমরা জানতে পেরেছি যে গরম বাড়া নিয়ে কোন সন্দেশ জারি করেনি নাসা। নাসার নামে ভাইরাল এই সন্দেশটি আসলে জ্যোতিষী বিদ্যার অনুযায়ী।

ফেসবুক পোস্ট আর্কাইভ

তথ্য যাচাইঃ

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, ২৫ মে থেকে আগামী ১৫ দিন বেশি গরম পড়া নিয়ে নাসার কোন বিবৃতির কথা কোন প্রতিবেদনেই পাওয়া যায় না। সংবাদ মাধ্যমে বেশি গরম পড়া নিয়ে নাসার বিবৃতি নিয়ে প্রতিবেদনের অনুপস্থিতি থেকে ধারনা হয়ে যায় যে নাসার নামে ভাইরাল সন্দেশটি বিভ্রান্তিকর।

তারপর আমরা নাসার ওয়েবসাইট সহ সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলো খুঁজে দেখি যে এরকমকন বিবৃতি জারি করা হয়েছে কি না। এখানেও কিছু পাওয়া যায় না।

ভাইরাল ফেসবুক পোস্টের ক্যাপশনের কিছু শব্দ নিয়ে গুগল সার্চ করলে হুবহু ক্যাপশনের বাক্যগুলো ‘এই সময়ে’র একটি প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনের একটি অংশের শুরুতেই লেখা হয়েছে- জ্যোতিষীরা জানিয়েছেন। প্রতিবেদনে কোথাও বলা হয়নি যে এই বিবৃতি নাসার তরফ থেকে দেওয়া হয়েছে। উপরন্তু, স্পষ্ট জানানো হয়েছে যে এটি জ্যোতিষী মতে। অর্থাৎ, ‘জ্যোতিষীরা জানিয়েছেন’ লেখাকে ‘নাসা জানিয়েছেন’বলে লেখা হয়েছে ফেসবুক পোস্টের ক্যাপশনে।

প্রতিবেদন আর্কাইভ

আজতক’-এর প্রতিবেদনেও এই কথা উল্লেখ করা হয়েছে যে, নওতাপ সম্পর্কিত এই তথ্য জ্যোতিষশাস্ত্রের হিসাব অনুযায়ী। প্রতিবেদন অনুযায়ী, নওতাপ চলবে ২৪ মে থেকে অর্থাৎ আজ ১লা জুন পর্যন্ত। এর অর্থ হল সূর্যের রশ্মি পুরো ৯ দিন ধরে সরাসরি পৃথিবীতে পড়বে যার কারণে তাপমাত্রা তাপের রেকর্ড ভেঙে দেবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তর প্রদেশ প্রচণ্ড গরমের কারণে খারাপ অবস্থায় রয়েছে। রাজস্থান ও গুজরাটেও তাপ বিপর্যস্ত।

উল্লেখ্য, ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে নওতাপ একটি গুরুত্বপূর্ণ সময়। এই সময় সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করে এবং এখানে নয় দিন থাকবে।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে নওতাপ কে ঘিরে বিবৃতি নাসা করেনি বিরং ইহা জ্যোতিষশাস্ত্র অনুসারে যা নাসার নামে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, নওতাপ-এর সময় পৃথিবীর তাপমাত্রা মারাত্মক ভাবে বেড়ে যাওয়ার ধারনাকে নাসার নামে শেয়ার

Fact Check By: Nasim Akhtar

Result: Misleading