২৩ আগস্ট তারিখে চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরন করেছে চন্দ্রযান-৩। অবতরণের সেই মুহূর্তকে লাইভ সম্প্রচারন করা হয়। এই সফলতার মুহূর্তের ছবি ও ভিডিওকে অনেকেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেন। এই প্রসঙ্গেই ইসরো প্রধান এস.সোমনাথের নাচ করার ভিডিও সোশাল মিডিয়াই ভাইরাল হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, চন্দ্রযান ৩-এর সফল অবতরনে সাফল্যে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা, নাচলেন ইসরো প্রধানও। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে,” ইসরোর সাফল‍্যের পার্টি।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। চলতি বছরের জুলাই মাসে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত G20 স্পেস ইকোনমি লিডারস মিটিং-এর সময়ে ইসরো প্রধানের নাচের ভিডিও চন্দ্রযান৩ এর আবহে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

নাচের এই ভিডিওতে ইসরো প্রধানের পোশাকের ধরন, রং এবং চন্দ্রযান৩ এর সফল অবতনের পরে পরেই এস.সোমনাথের বক্তব্য দেওয়ার সময় তার পোশাকের ধরন, রং আলাদা হওয়াই প্রাথমিক ভাবে মনে সংশয় তৈরি হয়। নীচে তুলনামূলক ফ্রেম দেখুনঃ

ভিডিওর আসল উৎস খুঁজতে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে জানতে পারি যে, WION সংবাদমাধ্যমের সাথে যুক্ত সাংবাদিক সিদ্ধার্থ এম.পি প্রথম এই ভিডিও ২৩ আগস্ট তারিখে শেয়ার করেছেন। চন্দ্রযান-৩ মিশনের সাফল্যের জন্য টিম ইসরোকে অভিনন্দন জানিয়ে এই নাচের ভিডিও পোস্ট করেছিলেন।

ভিডিও টুইটটি করার কিছু সময় পরেই একটি লেখা পোস্ট টুইট করে জানিয়েছেন যে এস. সোমানাথের নাচ করার ভিডিওটি তিনি নিজেই ক্যামেরাবন্দী করেছেন এবং ভিডিওটি চন্দ্রযান৩ -এর সাথে সম্পর্কিত নয়, পুরনো। এই টুইটেরই একজনের প্রতিউত্তরে তিনি জানিয়েছেন ভিডিওটি ১ জুলাই,২০২৩, তারিখের।

এই সমস্ত তথ্য মাথায় রেখে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে ইসরোর অফিশিয়াল চ্যানেলে একটি ভিডিও পাই যার শীর্ষকে লেখা হয়েছে,” G20 স্পেস ইকোনমি লিডারস মিটিং (SELM) দিবসের 4র্থ সংস্করণ – 1।“ ভিডিওটি ৬ জুলাই তারিখে আপলোড করা হয়েছে। দীর্ঘ এই ভিডিও ২২;৩৯ মিনিটের পর থেকে ইসরো প্রধানকে বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। এখানে তাকে যে পোশাকে দেখা যাচ্ছে তা নাচ করার সময়ের পোশাকের সাথে মিলে যাচ্ছে।

তাছাড়াও, আমরা স্পেস ইকোনমি লিডারস মিটিং ইভেন্ট সম্পর্কিত মহাকাশ বিভাগের ওয়েবসাইটে একটি প্রেস বিজ্ঞপ্তি পেয়েছি। যা থেকে পরিষ্কার হয় যে ISRO প্রধান সোমনাথের নাচের ভাইরাল ভিডিওটি চন্দ্রযান ৩ মিশনের সাফল্যের সময়ের নয়।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। চলতি বছরের জুলাই মাসে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত G20 স্পেস ইকোনমি লিডারস মিটিং-এর সময়ে ইসরো প্রধানের নাচের ভিডিও চন্দ্রযান৩ এর আবহে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:ইসরো প্রধান এস.সোমানাথের নাচ করার পুরনো ভিডিও চন্দ্রযান৩-এর সফল অবতরণের আবহে শেয়ার

Written By: Nasim Akhtar

Result: False