সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ‘এনডিএ’ সরকারের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারির একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, নীতিন গাডকারি ‘এনডিএ‘ সরকারের সমালোচনা করছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গণতন্ত্র বিরোধী নেতা বলছেন। ফেসবুক পোস্টের এই ভিডিওতে নীতিন গাডকারিকে এক সাংবাদিক সাক্ষাৎকার করতে দেখা যাচ্ছে এবং সেখানে তাকে সরকারের সমালোচনা করতে শোনা যাচ্ছে। ভিডিওটির সাথে লেখা রয়েছে,”এবার বিজেপির অন্দরেই উঠছে প্রশ্ন,, কেন্দ্র সরকার নিয়ে কি বলছেন শুনুন মোদীর কেবিনেট মন্ত্রী। অন্ধ ভক্তদের কাছে পৌঁছানোর জন্য শেয়ার করুন।“ আসুন জেনে নি ভাইরাল ভিডিও সম্পর্কিত আসল তথ্য। তিনি কি আসলেই মোদী সরকারের সমালোচনা করছেন ?

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওটি ২০১১ সালের এবং সেই সময়ে কেন্দ্রীয় সরকারে ছিল কংগ্রেস। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ কংগ্রেস সরকারের বিরুদ্ধে নিশানা করে ক্ষোভ উজাড় করে দেওয়া নীতিন গাডকারির সাংবাদিক সাক্ষাৎকারের ভিডিওকে সম্প্রতির দাবি করে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাই

ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি ২জি ঘোটালা, বাবা রামদেব ও আন্না হাজারের প্রসঙ্গ টেনে সরকারকে প্রশ্ন করছেন। এই সমস্ত তথ্য মাথায় রেখে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে ‘বিজেপি’র অফিশিয়াল চ্যানেলে ভিডিওটি পেয়ে যায়। ২০১১ সালের ১৫ আগস্ট তারিখে আয়োজিত সাংবাদিক সাক্ষাৎকারের এই ভিডিওটি ১৬ আগস্ট তারিখে চ্যানেলে আপলোড করা হয়েছিল।

ডি.এন.এ-এর ১৫ আগস্ত,২০১১, তারিখের প্রতিবেদন অনুযায়ী, দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের অনশন নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের অবস্থানের সমালোচনা করেছিলেন বিজেপি নেতা নীতিন গড়করি এবং বলেছিলেন- মনমোহন সিংকে তার অবস্থান সম্পর্কে "আত্মদর্শন" করতে বলেছিলেন তিনি যা করছেন তা গণতন্ত্রের বিরুদ্ধে।

প্রতিবেদন আর্কাইভ

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওটি ২০১১ সালের এবং সেই সময়ে কেন্দ্রীয় সরকারে ছিল কংগ্রেস। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং সহ কংগ্রেস সরকারের বিরুদ্ধে নিশানা করে ক্ষোভ উজাড় করে দেওয়া নীতিন গাডকারির সাংবাদিক সাক্ষাৎকারের ভিডিওকে সম্প্রতির দাবি করে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি কি প্রধানমন্ত্রী মোদিকে গণতন্ত্রবিরোধী বলেছেন ? জানুন ভিডিওর সত্যতা

Written By: Nasim A

Result: False