নতুন প্রধানমন্ত্রী হিসেবে কার্যালয়ে প্রবেশের পূর্বে প্রদীপ জ্বালালেন ঋষি সুনক ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা 

Missing Context Social

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে কার্যালয়ে প্রবেশের পূর্বে প্রদীপ জ্বালালেন ঋষি সুনক। ৩০ সেকেন্ডের এই ভিডিওতে ঋষি সুনককে দেখা যাচ্ছে তিনি ঘরের দরজার সামনে হাঁটু গেঁড়ে বসে প্রথমে কিছু অঙ্কন করলেন এবং তারপরেই তাকে প্রদীপ জ্বালাতে দেখা যাচ্ছে।  

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ইনি ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি_সুনক, ধর্মে হিন্দু। প্রথম দিনে অফিসে ঢোকার সময় দরজার ফ্রেমের সামনে স্বস্তিকা ও গোপদ্ম তৈরি করে প্রদীপ জ্বালিয়ে কর্মে যোগ দেন…………………………. জয় সনাতন 🙏🚩 “  

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। কার্যালয় আবাসনের বাইরে প্রদীপ জ্বালিয়ে ঋষি সুনকের দীপাবলি পালনের ভাইরাল এই ভিডিওটি তার প্রধানমন্ত্রী হওয়ার আগের। 

ফেসবুক পোস্ট 

উল্লেখ্য, ২১০ বছরের মধ্যে সর্বকনিষ্ঠ (৪২ বছর) ব্রিটিশ প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রথম হিন্দু প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত (২৫অক্টোবর,২০২২) তারিখে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক।  

তথ্য যাচাই 

এই দাবির সত্যতা যাচায় করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম দি গার্ডিয়ান-এর ১৩ নভেম্বর,২০২০, তারিখের প্রতিবেদন অনুযায়ী, ঋষি সুনক তার কার্যালয় আবাসনের বাইরে প্রদীপ জ্বালিয়ে দীপাবলি পালন করেছিলেন। তৎকালীন সময়ে তিনি যুক্ত রাজ্যের প্রধান অর্থমন্ত্রী ছিলেন। ২০২০ সালের সেই সময়ে কোভিড-১৯ এর দরুন বিশ্বের বেশিরভাগ দেশেই ছিল লকডাউন। লকডাউন নিয়ম মেনে দীপাবলি পালনের বার্তা দিয়েছিলেন ঋষি সুনক। 

প্রতিবেদন আর্কাইভ 

এনডি টিভি সহ মুখ্যধারার বিভিন্ন প্রতিবেদনেও একই কথা জানানো হয়েছে। 

প্রতিবেদন আর্কাইভ 

দীপাবলি পালনের এই ভিডিওটি খোদ ঋষি সুনক ১৪ নভেম্বর,২০২০, তারিখে টুইটারে শেয়ার করেছিলেন। 

প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর তার দীপাবলি উদযাপনের ছবি দেখুন এখানে। 

তথ্য প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয় ভাইরাল এই ভিডিওটি সম্প্রতির নয়, দুই বছর পুরনো এবং তৎকালীন সময়ে তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন না। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। কার্যালয় আবাসনের বাইরে প্রদীপ জ্বালিয়ে ঋষি সুনকের দীপাবলি পালনের ভাইরাল এই ভিডিওটি তার প্রধানমন্ত্রী হওয়ার আগের।

Avatar

Title:নতুন প্রধানমন্ত্রী হিসেবে কার্যালয়ে প্রবেশের পূর্বে প্রদীপ জ্বালালেন ঋষি সুনক ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা

Fact Check By: Nasim Akhtar 

Result: Missing Context


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *