
সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, উত্তরপ্রদেশের সারন গ্রামে ভোট প্রচারে গিয়ে তাড়া খেলো বিজেপি বিধায়ক। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে, সরু একটি গলিতে সাদা পাঞ্জাবী পরিহিত একজন ব্যক্তিকে কয়েকজন লোক পিছু করছে। কয়েকজন পুলিশকর্মী ওই ব্যক্তিকে সুরক্ষা দিয়ে একটি গাড়ির দিকে নিয়ে যাচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে – #আজ_সকালে বিজেপি’র বিধায়ক উত্তরপ্রদেশের সারন গ্রামে ভোট চাইতে গেলে জনগণ দৌড়িয়ে গ্রাম থেকে বাহির করে দিচ্ছেন🖋।। বিধায়ক বাবু দৌড়ে প্রানে বেঁচে আসলেন🖋।। #Coppy_লাল_সেলাম_পেজ Video courtesy লাল সেলাম পেজ 👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇।
তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। কৃষক বিক্ষোভকারী দ্বারা পাঞ্জাবের বিজেপি নেতা ভুপেশ আগরওয়ালকে তাড়া করার পুরনো ভিডিওকে উত্তরপ্রদেশের ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।
উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের ১০ তারিখ থেকে মোট ৭ দফায় উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন সম্পূর্ণ হবে এবং ১০ মার্চ ভোটে ফল ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের এই ঘোষণার পর থেকেই শুরু হয়েছে নিজ নিজ দলের প্রচার অভিযান। প্রচার অভিযানে গিয়ে গ্রামবাসীদের প্রতিবাদের সম্মুখীন হতে হচ্ছে অনেক নেতাকেই। উত্তরপ্রদেশের সহকারি মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য সহ বিজেপি বিধায়ক বিক্রম সিং সাইনি তাদের নিজের এলাকায় ভোট প্রচারে গিয়ে গ্রামবাসীদের তীব্র প্রতিবাদের সম্মুখিন হন।
তথ্য যাচাই
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কয়েকটি কি ফ্রেমে ভেঙ্গে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে, সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই)-এর একটি টুইটে এর অনুসন্ধান পাওয়া যায়। ২০২১ সালের ১১ জুন তারিখে একটি টুইটে মোট ৪ টি ছবি পোস্ট করা করা হয়েছে যার মধ্যে প্রথম ছবিটি ভাইরাল ভিডিওর শুরুর দিকের কয়েক সেকেন্ডের সাথে মিলে যায়। টুইটের ক্যাপশনের মাধ্যমে জানানো হয়, “পাঞ্জাবের পাটিয়ালা জেলার রাজপুরা গ্রামে কৃষকরা রাজ্য বিজেপি নেতা ভুপেশ আগরওয়াল ও স্থানীয় নেতাদের ওপর আক্রমন করে বলে অভিযোগ। নেতার অভিযোগ, রাজ্য পুলিশের নির্দেশেই এই হামলা চালানো হয়েছে।”
এই সুত্র গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। বিভিন্ন মুখ্যধারার সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই ঘটনার উল্লেখ পাওয়া যায়। সংবাদমাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’- এর ১২ জুলাই, ২০২১, তারিখের প্রতিবেদন (আর্কাইভ ) অনুযায়ী পাঞ্জাব বিজেপির রাজ্য সম্পাদক ভুপেশ আগরওয়াল রাজপুরা গ্রামের ‘ভারত বিকাশ পরিষদ ভবনে’ একটি দলীয় সভার আয়োজন করেন। সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলার শান্তি স্বরুপ সহ স্থানীয় বিজেপির নেতাবৃন্দ। বিতর্কিত কৃষি আইন নিয়ে ক্ষুব্ধ কৃষকরা ওই সভায় উপস্থিত বিজেপি নেতাদের ঘেরাও করে এবং মারধর করে। ভুপেশ আগরওয়াল, জেলা গ্রামীণ ইউনিটের প্রধান বিকাশ শর্মা সহ কয়েকজন নেতাকে আটক করাও হয়েছিল বলে জানা যায়।
সংবাদমাধ্যম ‘এবিপি নিউজ’-এর ১২ জুলাই, ২০২১, তারিখের প্রতিবেদন অনুযায়ী ভুপেশ আগরওয়াল সহ আরও কয়েকজন বিজেপি নেতাকে প্রায় ১২ ঘণ্টা ধরে আটক করে রাখে কৃষক বিক্ষোভকারীরা।

বিভিন্ন সংবাদমাধ্যমের ইউটিউব চ্যনেলেও এই ঘটনার খবর খুঁজে পাই। এই ঘটনা সম্পর্কিত কয়েকটি ভিডিও উপস্থাপনা নিচে দেওয়া হল।
সংবাদমাধ্যম ‘নিউজ২৪” এর ভিডিও প্রতিবেদন
সংবাদমাধ্যম ক্যাপিটাল টিভির ভিডিও প্রতিবেদন
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। কৃষক বিক্ষোভকারী দ্বারা পাঞ্জাবের বিজেপি নেতা ভুপেশ আগরওয়ালকে তাড়া করার পুরনো ভিডিওকে উত্তরপ্রদেশের ঘটনা দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Title:উত্তরপ্রদেশের ভোট প্রচারে গিয়ে তাড়া খেলো বিজেপি বিধায়ক – দাবিটি বিভ্রান্তিকর
Fact Check By: Nasim AResult: Partly False