
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে সেটিকে ইউক্রেনে মুসলিম সম্প্রদায়ের ভয়াভহ অবস্থার দৃশ্য বলে দাবি করা হচ্ছে। ১৫ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে বন্দুকধারী দুজন সৈন্য ফেজটুপি এবং পাঞ্জাবি পরিহিত একজন তরুণকে একটি জায়গা থেকে সুরক্ষিত ভাবে অন্য একটি জায়গায় নিয়ে যাচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছেঃ ইউক্রেনের মুসলমানদের অবস্থা অনেক ভয়াবহ 😓😓 আল্লাহ তুমি সকল মুসলমানদের কে হেফাজত করো🤲🤲।
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর। একটি পূুরনো ভিডিওকে রুশ-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাই
রুশ-ইউক্রেন যুদ্ধ সংক্রান্ত এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভাইরাল ভিডিওটিকে ‘ইনভিড-উই-ভেরিফাই’ টুলে কয়েকটি কি-ফ্রেমে ভাগ করে গুগল, ইয়ানডেক্স সহ একাধিক সার্চ ইঞ্জিনে রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে স্টক ছবির সংস্থা ‘iStock’-এর ওয়েবসাইটে এই অনেকগুলি দৃশ্য দেখতে পাই যার সাথে ভাইরাল ভিডিওর হুবহু মিল পাওয়া যায়। এই ভিডিওগুলিতে ফেজটুপি এবং পাঞ্জাবি পরিহিত তরুনটিকে দেখতে পাওয়া যায়। সব গুলি ভিডিও ২০২০ সালের ১৬ ডিসেম্বর শেয়ার করা হয়। এই ভিডিওগুলির ক্যাপশনে লেখা রয়েছে, সামরিক প্রশিক্ষণ অপারেশনের ধারণা। স্টক ভিডিও।

‘iStock’-এর অন্য একটি ভিডিওতে ভাইরাল ভিডিওটি পাওয়া যায়। এই ভিডিওর শীর্ষকেও এটিকে সামরিক বাহিনীর প্রশিক্ষণ বলে দাবি করা হয়েছে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
উপরোক্ত তথ্য এবং প্রমাণ থেকে স্পষ্ট হয়ে যায় পুরনো স্টক পুরনো স্টক ভিডিওকে রুশ-ইউক্রেন বিবাদের সাথে জুড়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। পূুরনো স্টক ভিডিওকে রুশ-ইউক্রেন যুদ্ধের দৃশ্য দাবি করে ভুয়ো পোস্ট শেয়ার করা হচ্ছে ।

Title:রুশ-ইউক্রেন বিবাদঃ পুরনো স্টক ভিডিওকে যুদ্ধের দৃশ্য বলে ভুয়ো দাবি করা হচ্ছে
Fact Check By: Rahul AResult: False