সৈন্যের পোশাকে যুদ্ধে নামলেন ইউক্রেন প্রেসিডেন্ট! পুরনো ছবি শেয়ার করে ভুয়ো দাবি

International Missing Context

সম্প্রতি ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, ইউক্রেন রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি স্বয়ং সৈন্যদের সাথে যুদ্ধের ময়দানে নেমেছেন। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট সামরিক বাহিনীর ইউনিফর্ম পরে কয়েক জন সৈন্যের সাথে দাড়িয়ে রয়েছেন। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছেঃ দেশের রাষ্ট্রপতি নিজেই যুদ্ধের নেতৃত্ব দিচ্ছেন, Salute you Sir। 

তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। সামরিক বাহিনীর ইউনিফর্ম পরিহিত ইউক্রেন প্রেসিডেন্টের পুরনো ছবিকে চলমান যুদ্ধের দৃশ্য দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।   

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাই 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ছবিটিকে গুগল রিভার্স ইমেজ ইঞ্জিনে সার্চ করি। ফলাফলে খুব সহজেই ছবিটির অনুসন্ধান পাওয়া যায়। 

ফ্রান্সের আন্তর্জাতিক রেডিও সম্প্রচারক সংস্থা ‘রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনাল’-এর ওয়েবসাইটে এই ছবির অনুসন্ধান পাই। ২৬ জানুয়ার‍ী, ২০২২, তারিখের এই প্রতিবেদনে জানানো হয়  এটি ২০২১ সালে এপ্রিল মাসে ইউক্রেনের ডনবাস অঞ্চলে তোলা হয়েছে। দুই দেশের মধ্যে সংঘাত উত্তেজনার অবসান ঘটানোর উদ্দেশ্যে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিপক্ষ দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। 

প্রতিবেদন আর্কাইভ 

আন্তর্জাতিক সংবাদ সংস্থা ’রয়টার্স’-এর ২০২১ সালের ২১ এপ্রিল তারিখের প্রতিবেদনেও এই সাক্ষাতের আরেকটি ছবি পাই। 

প্রতিবেদন আর্কাইভ 

এই সাক্ষাতের আরেকটি ছবি নীচে দেওয়া হলঃ 

রইটার্স প্রতিবেদন আর্কাইভ 

তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় সামরিক ইউনিফর্মে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির   ভাইরাল ছবিগুলি সম্প্রতির নয়। পুরনো ছবিকে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সাথে যুক্ত করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে। এর আগেও এই একই রকম ৩টি ছবিকে একই দাবির সাথে শেয়ার করে হয়েছিল। ফ্যাক্ট ক্রিসেন্ডো বাংলা তার তথ্য যাচাই করে ওই দাবিকে ভুয়ো প্রমাণ করে। 

আরও পরুনঃ সৈন্যের পোশাকে যুদ্ধে নামলেন ইউক্রেন প্রেসিডেন্ট! পুরনো ছবি শেয়ার করে ভুয়ো দাবি

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। সামরিক বাহিনীর ইউনিফর্ম পরিহিত ইউক্রেন প্রেসিডেন্টের পুরনো ছবিকে চলমান যুদ্ধের দৃশ্য দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:সৈন্যের পোশাকে যুদ্ধে নামলেন ইউক্রেন প্রেসিডেন্ট! পুরনো ছবি শেয়ার করে ভুয়ো দাবি

Fact Check By: Nasim A 

Result: Missing Context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *