সোশ্যাল মিডিয়ার নিউজফিডে, হোয়াটসঅ্যাপের চ্যাট বক্সে আবেগপূর্ণ মনগড়া গল্পের সাথে ভাইরাল হয়ে থাকে অনেক পোস্ট। সম্প্রতি এরকমই একটি পোস্ট আমাদের নজরে পড়েছে যা শেয়ার করে দাবি করা হচ্ছে ভিডিওতে দেখতে পাওয়া প্রতিবন্ধী ব্যাক্তি আইএএস অফিসার। ১৩ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে একজন প্রতিবন্ধী ব্যাক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে যিনি গাড়ি থেকে নেমে হামাগুড়ি দিয়ে রাস্তা পেরিয়ে সামনের দিকে এগিয়ে আসছে এবং তার আসে পাশে দুই-তিনজন পুলিশ কর্মীকেও দেখা যাচ্ছে।

ভাইরাল এই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” Power of Education 💪📖 তুমিও পারবে নিজের উপর বিশ্বাস রাখো 📖📚।“

তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভিডিওর ব্যাক্তির নাম ধরম সিং জাটব। পেশায় তিনি একজন আইনজীবী ও উত্তর প্রদেশ সরকারের প্রতিমন্ত্রী, কোন আইএএস অফিসার নয়।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই ভিডিওটি ‘Dharam Singh’ নামের ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ২০২৩ সালের ৫ জুন তারিখে আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা হয়েছে,” বিজনোর পরিদর্শন ও কর্মসূচিতে যাওয়ার সময়।“

https://www.youtube.com/shorts/JWnM38EHJkY

এই চ্যানালেই তার আরও অনেকটি ভিডিও পাওয়া যায়।

দৈনিক ভাস্করের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওর ব্যাক্তির নাম ধরম সিং জাটব। তিনি একজন আইনজীবী। তিনি প্রতিবন্ধী উপদেষ্টা বোর্ডের সদস্য এবং উত্তর প্রদেশ সরকারের প্রতিমন্ত্রী।

প্রতিবেদনআর্কাইভ

Dailynewsuk-এর প্রতিবেদনেও ভিডিওর ব্যাক্তিকে ধরম সিং জাটব বলে চিহ্নিত করা হয়েছে যিনি উত্তরপ্রদেশের প্রতিবন্ধী উপদেষ্টা বোর্ডের সদস্য।

সাপ্তাহিক হিন্দি খবরের চ্যানেল Medialand Networ-এর ভিডিও উপস্থানেও ভাইরাল দাবিকে খণ্ডন করা হয়েছে। দেখুন নীচেঃ

https://www.youtube.com/watch?v=B3dQ_7I_Nag

উপরোক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ভিডিওর প্রতিবন্ধি ব্যাক্তি আইএএস অফিসার নয় বরং উত্তরপ্রদেশের একজন আইনজীবী ও উত্তরপ্রদেশের প্রতিবন্ধী উপদেষ্টা বোর্ডের সদস্য ও রাজ্যের প্রতিমন্ত্রী।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে এসেছে যে, ভিডিওর প্রতিবন্ধি ব্যাক্তি আইএএস অফিসার নয় বরং উত্তরপ্রদেশের একজন আইনজীবী ও উত্তরপ্রদেশের প্রতিবন্ধী উপদেষ্টা বোর্ডের সদস্য ও রাজ্যের প্রতিমন্ত্রী। তার নাম ধরম সিং জাটব। কর্মসূত্রে বিজনোর পরিদর্শনে যাওয়ার সময় ভাইরাল এই ভিডিও ক্যামেরাবন্দি করা হয়েছে।

Avatar

Title:প্রতিবন্ধী ব্যক্তিটি আইএএস অফিসার নন বরং একজন আইনজীবী যার নাম ধরম সিং জাটব

Written By: Nasim A

Result: False