প্রবীণ অভিনেত্রী ওয়াহিদা রেহমান যিনি ১৯৬০ এবং ১৯৭০-এর দশকে রূপালী পর্দায় রাজত্ব করেছিলেন, সম্প্রতি তাকে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয়েছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক প্রৌঢ়ার বলিউড গান ‘আজ ফির জিনেকি তামান্না হে’ গানে নাচ করার ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, নাচ করার মহিলাটি ৮৫ বছর বয়সী অভিনেত্রী ওয়াহিদা রেহমান।

ক্যাপশনে লেখা হয়েছে,” বয়স মাত্র ৮৫.. প্রবীণা নায়িকা ওয়াহিদা রহমান কত সাবলীল আজও নৃত্যে, যা যে কোন তরুণীকে লজ্জায় ফেলে দেবে। অসাধারণ শারীরিক সক্ষমতা, নমনীয়তা.. অভাবনীয় নিয়ন্ত্রিত জীবন চলনের ফল এই পারফরম্যান্স||| সঙ্গে সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর এর সেই অনবদ্য সঙ্গীত।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো। ভাইরাল ভিডিওতে থাকা মহিলাটি হলেন সুনিলা অশোক যিনি পেশায় একজন প্রাক্তন শিক্ষিকা এবং একজন উত্সাহী নৃত্যশিল্পী।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু ভাইরাল এই ভিডিওটি ‘Mayookha’ নামের এক ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ২ জানুয়ারি,২০২২, তারিখে আপলোড করা এই ভিডিওর শিরোনামে লেখা হয়েছে,” মায়ুখা– আজ ফির জিনে কি তামান্না হ্যায় (নৃত্য কভার)।“ চ্যানেলের বিবরণ থেকে জানা যায় এই চ্যানেলের মালিকের নাম- সুনিলা অশোক।

উপরোক্ত তথ্য মাথায় রেখে mayookha_sunila নামের একটি ইন্সতা প্রোফাইল পাওয়া যায় যার আসল নাম সুনিলা অশোক। ভাইরাল এই ভিডিওটি পোস্ট করে ফেসবুক পোস্টের দাবি খণ্ডন করে তিনি ক্যাপশনে লিখেছেন,”আজ সকালে ঘুম থেকে উঠেই আমি আমার পরিবার এবং বন্ধুদের কাছ থেকে অনেকগুলো মেসেজ পাই। জানতে পারি, 'আজ ফির জিনে কি তামান্না হ্যায়' গানে নাচের আমার ভিডিওটি ওয়াহিদা রহমানের নাচের ভিডিও হিসাবে ভাইরাল হয়েছে। আমি আমার দর্শকদের কাছ থেকে যে সমস্ত ভালবাসা এবং প্রশংসা পাচ্ছি তাতে আমি অভিভূত।“

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভাইরাল ভিডিওতে থাকা মহিলাটি ওয়াহিদা রেহমান নয়, সুনিলা অশোক যিনি পেশায় একজন প্রাক্তন শিক্ষিকা এবং একজন উত্সাহী নৃত্যশিল্পী।

Avatar

Title:‘আজ ফির জিনেকি তামান্না হে’ গানে নাচ করার মহিলাটি ওয়াহিদা রেহমান নয়

Written By: Nasim Akhtar

Result: False