এক মাসব্যাপী দেশব্যাপী ছাত্র বিক্ষোভের পর ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ায় বাংলাদেশে রাজনৈতিক সংকটের তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে বাংলাদেশে। দেশের এই অশান্ত পরিস্থতির মাঝে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দুদের উপর অত্যাচারের খবরও সামনে এসেছে। এই প্রসঙ্গে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, হিন্দুদের দোকানে আগুন লাগিয়ে দেওয়ার ভিডিও বলে দাবি করা হচ্ছে। ৩৭ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটিতে একটি ঘরে আগুন দাও দাও করে জ্বলতে দেখা যাচ্ছে এবং ক্যাপশনে লেখা হয়েছে,”লক্ষিপুর হিন্দু দের উপর মজু চৌধুরীর দোকান সব হিন্দু দের দোকানে আগুন লাগাচ্ছে 😭😭😭।“

তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো। বাংলাদেশের লক্ষিপুর বাজারের দোকানে আগুন লেগে যাওয়ার ভিডিওকে কোটা সংস্কার আন্দোলনের জেরে হিন্দু বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার বলে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটির কি ফ্রেমগুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করি এবং প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ‘বাংলাদেশ বুলেটিন’-এর ১১ জুলাই,২০২৪, তারিখের প্রতিবেদনে ভিডিওর অনুরুপি চালের ছবি যুক্ত প্রতিবেদনে বলা হয়েছে যে, লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাটে আগুন লেগে যায়। যার দরুন ১৫টি দোকান ভস্মীভূত হয়ে যায়। কীভাবে আগুনের সুত্রপাত ঘটেছে যা জানা যায়নি।

প্রতিবেদন আর্কাইভ

নীচে তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল মান্নান বলেন, আমরা ৬ টা ২০ মিনিটে কল পেয়ে দ্রুত ঘটনাস্থল পৌঁছি। এরমধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। কাপড়ের দোকান বেশি হওয়ায় আগুনের লেলিহান শিখার মাত্রা বেশি ছিল। আমাদের ৩ টি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা হচ্ছে।

শর্টসাকিটের কারণে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল এবং এই দুর্ঘটনায় প্রায় ১১ কোটি মুল্যের জিনিসপত্র পুড়েছিল। পড়ুন এখানে, এখানে।

আরও দেখুনঃ

উপরোক্ত প্রমানের ভিত্তিতে স্পষ্ট হয় যে, ১৬ জুলাইয়ে বাংলাদেশে সরকার বিরোধী বিক্ষোভ সহিংস রূপ নেওয়ার আগের দোকানে আগুন লাগার ঘটনাটি ঘটেছিলো এবং ঘটনাটির সাথে কোন সাম্প্রদায়িকতার যোগ নেই।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বাংলাদেশের লক্ষ্মীপুরের হিন্দু দোকানে আগুন লাগিয়ে দেওয়ার দাবিটি মিথ্যা। মজুচৌধুরীর হাটের দোকানে আগুন লাগার ঘটনায় কোন সাম্প্রদায়িক দিক নেই।

Avatar

Title:লক্ষ্মীপুর মার্কেটের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো সাম্প্রদায়িক মাত্রা নেই

Fact Check By: Nasim Akhtar

Result: False