উত্তরপ্রদেশের একটি শেষকৃত্যের যাত্রার ভিডিওকে ত্রিপুরার প্রতিবাদ মিছিল দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

Communal False

সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি ত্রিপুরায় মসজিদ ভাংচুর ও ইসালাম ধর্মের নবী মোহাম্মদের অবমাননার প্রতিবাদ মিছিল। পোস্ট করা ১২ সেকেন্ডের এই ভিডিওতে একটি বিশাল জনগণের ভিড় দেখা যাচ্ছে। প্রত্যেকের মাথায় ফেজটুপি পরে আছে। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ জেগে উঠেছে, ত্রিপুরা বাসী। ভারতের ত্রিপুরায় মাসজিদে আগুন ভাংচুর করা এবং বিশ্ব নবিজী সাঃ কে কটুক্তি করার প্রতিবাদে বিশাল সমাবেশ। [স্থান… ত্রিপুরা কদমতলা]।”   

তথ্য যাচাই করে আমরা জানতে পারি পোস্টের মাধ্যমে করা দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। উত্তরপ্রদেশের বাদাউন শহরের একটি শেষকৃত্যের যাত্রার ভিডিওকে ত্রিপুরার প্রতিবাদ মিছিল দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে।  

ফেসবুক

উল্লেখ্য, চলতি বছরের ১৫ অক্টোবর বাংলাদেশের কুমিল্লা শহরে দুর্গা প্রতিমার পায়ে ইসলামিক ধর্মগ্রন্থ কোরান রাখাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গার পরিবেশ তৈরি হয়। এরপর হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার খবর আসের ওই দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এই আক্রমনের বিরুদ্ধে ভারতের অনেক জায়গায় প্রতিবাদ সভা হয়। ২১ অক্টোবর বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু জাগরণ মঞ্চ-এর নেতৃত্বে ত্রিপুরার গোমতী জেলায় এক বিক্ষোভ প্রদর্শনের মিছিল হিংসাত্মক রুপ ধারন করে যার জেরে বেশ কিছু বাড়ি, দোকান ও মসজিদে হামলা করা হয়। এরপর ২৬ তারিখ বিশ্ব হিন্দু পরিষদ-এর নেতৃত্বে উত্তর ত্রিপুরার পানিসাগর শহরে প্রতিবাদ মিছিল বের করা হয় এবং সেখানেও বিক্ষোভকারীদের কিছুসংখ্যক লোক রোয়া বাজারে কয়েকটি বাড়ি ভাংচুর করে এবমহ কয়েকটি দোকান ও মসজিদে আক্রমণ করে। ৩০ অক্টোবর লক্ষিপুর এবং কইলাশহরে ১৪৪ ধারা জারি করা হয়।

তথ্য যাচাই

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভেঙ্গে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলাফলে ‘আসলাম আলি আসলাম আলি’ নামের একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওরই দীর্ঘ সংস্করণ খুঁজে পাই। ভিডিওর প্রথমের ১২ সেকেন্ডই ভাইরাল পোস্টের অংশ। ভিডিওটি ৯ মে, ২০২১, তারিখে আপলোড করা হয়েছে। এখান থেকে স্পষ্ট হয়ে যায়, ভাইরাল ভিডিওটির ত্রিপুরার সাম্প্রতিক অশান্তিকর পরিবেশের কোনও সম্পর্ক নেই। ভিডিওটির শিরোনামে লেখা রয়েছে, “হুজুর পীর সেলিম উল কাদরী সাহেবের শেষ যাত্রা।”

এই সুত্র ধরে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করলে দেখতে পাই, এই একই ভিডিও একই বর্ণনা সহ ‘মোহাম্মাদ ইকবাল হাসান কাদেরি’ নামের এক ইউটিউব চ্যানেলে ৯ মে, ২০২১, তারিখে আপলোড করা হয়েছে। 

সংবাদ মাধ্যম ‘আজ তাক’-এর ২০২১ সালের ১০ মে তারিখের একটি প্রতিবেদনে এই ঘটনার বিস্তারুপ জানতে পারি। হুজুর পীর সেলিম উল কাদরী সাহেবের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তার অনুরাগিদের মধ্যে। তার শেষ যাত্রাই দূর দুরান্ত থেকে লোক যোগদান করেছিল।

আজ তাক প্রতিবেদন আর্কাইভ 

এই সম্পর্কে সংবাদ মাধ্যম ‘দি কুইন্ট’-এর একটি প্রতিবেদন দেখতে পাই। প্রতিবেদনটি এখানে পড়ুন।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুল ও ভিত্তিহীন। উত্তরপ্রদেশের বাদাউন শহরের একটি শেষকৃত্যের যাত্রার ভিডিওকে ত্রিপুরার প্রতিবাদ মিছিল দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে। 

Avatar

Title:উত্তরপ্রদেশের একটি শেষকৃত্যের যাত্রার ভিডিওকে ত্রিপুরার প্রতিবাদ মিছিল দাবি করে ভুয়ো পোস্ট ভাইরাল

Fact Check By: Nasim A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *