সম্প্রতি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক শিশুর বেদনাদায়ক একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, কেরালায় হিন্দু শিশুর উপর নির্যাতনের ভিডিও। ৩৮ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে পুলিশ ভ্যানের মত গাড়িতে একটি শিশুকে ক্রন্দনরত অবস্থায় দেখা যাচ্ছে। শিশুটি বাবা-বাবা বলে চিৎকার করছে এবং পুলিশকর্মীর সামনে হাতজোড় করে কিছু আবেদন করছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” 🦀 রাজত্ব কেরালার হিন্দু দের অবস্থা এরা বাচ্চাদের ও ছাড়েনি। 💔।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো। কেরালার সবরিমালার ভিড়ে বাবাকে খুঁজে পেতে সাহায্য চাওয়া শিশুর কান্নার ভিডিও সাম্প্রদায়িক রঙে ভাইরাল করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

পোস্টের এই ভিডিওতে ‘asianetnews’-লোগো ভাসমান। এটিকে সূত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘asianetnews’-এর টুইটার প্রোফাইলে এই ভিডিওর উল্লেখ পেয়ে যায়। ভিডিও টুইটটির ক্যাপশনে লেখা হয়েছে,”সবরিমালার ভিড়: হৃদয় বিদারক ভিডিও ফুটে উঠল বাবাকে খুঁজে পেতে সাহায্য চাওয়া শিশুর কান্না,” সবরিমালার ভিড়: বাবাকে খুঁজে পেতে সাহায্য চাওয়া শিশুর কান্নার হৃদয় বিদারক ভিডিও।“

ফ্যাক্ট ক্রিসেণ্ডো সবরিমালা পম্বার সি আই মহেশ-এর সাথে যোগাযোগ করে। তিনি আমাদের জানিয়েছেন,”খবরটি সম্পূর্ণ মিথ্যা। ভিডিওতে দেখা শিশুটি বাসে কাঁদছিল কারণ তার বাবা বাইরের দোকান থেকে ফিরতে দেরি করেছিলেন। সে চিন্তিত ছিলেন যে বাসটি ছেড়ে দিলে তার বাবা আর বাসে উঠতে পারবেন না। বাইরে পুলিশ সদস্যরা তাকে সান্ত্বনা দিচ্ছিলেন। ছেলেটি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। বাবা ফিরে এলে শিশুটি পুলিশকে ধন্যবাদ জানিয়ে খুশি হয়ে ফিরে যায়। এছাড়াও, ভিডিওতে দেখা যাচ্ছে যে বাসটি পুলিশ ভ্যান নয়, একটি KSRTC বাস। পাম্পা, নিলাক্কল এবং সান্নিধানমের মতো তীর্থস্থানগুলোতে নিরাপত্তা কর্মী, পুলিশ সদস্যদের প্রধান কাজ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। পুলিশ তীর্থযাত্রীদের লাঞ্ছিত করেনি, মামলাও নেয়নি বা কাউকে আটকও করেনি।“

সুতরাং, প্রমানিত হয় যে ভিড়ের মধ্যে বাবাকে হারিয়ে ফেলার দুশ্চিন্তায় শিশুর কান্নার ভিডিওকে কেরালায় হিন্দু শিশুদের নৃশংসতা দাবিতে শেয়ার করা হয়েছে।

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। কেরালার সবরিমালার ভিড়ে বাবাকে খুঁজে পেতে সাহায্য চাওয়া শিশুর কান্নার ভিডিও সাম্প্রদায়িক রঙে ভাইরাল করা হচ্ছে।

Avatar

Title:কেরালার সবরিমালার ভিড়ে বাবার জন্য শিশুর কান্নার ভিডিও সাম্প্রদায়িক রঙে ভাইরাল

Written By: Nasim Akhtar

Result: False