শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়নের পর থেকেই বাংলাদেশের উত্তপ্ত পরিবেশের মাঝে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার খবর সামনে এসেছে সংবাদ মাধ্যম মারফত। অন্যধারে, শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগ নেতা নেত্রীদের বাড়িতেও চলছে আক্রমন। এই প্রসঙ্গে সাম্প্রদায়িকতার রং চড়িয়ে সোশ্যাল মিডিয়াই শেয়ার হচ্ছে পুরনো, অপ্রাসঙ্গিক কিছু ভিডিও। এরকমই একটি পোস্ট আমাদের নজরে আসে যাকে নিয়ে আজকের এই ফ্যাক্ট প্রতিবেদন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে ভিডিওতে বাংলাদেশের মুসলিম কর্তৃক এক হিন্দু ব্যাক্তিকে নিগ্রহের দৃশ্য প্রদর্শিত হয়েছে। ভিডিওতে এক ব্যাক্তিকে পুকুরের মাঝে সাঁতার কাটতে দেখা যাচ্ছে। পুকুরকে ঘিরে দাড়িয়ে রয়েছে বিশাল জনতা। শোনা যাচ্ছে জনগণের ক্ষোভের চিৎকার। তাকে লক্ষ্য করে ছুড়া হচ্ছে পাটকেল জাতীয় কোন সামগ্রী।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ইসলামপন্থী জনতা একটি হিন্দু গ্রামে হামলা চালায়। প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দিলেন এক হিন্দু।জিহাদিরা পুকুরের চারপাশে মানববন্ধন করে তাকে পাথর মেরে হত্যা করে। অবস্থান: জুড়ী উপজেলা, মৌলভীবাজার জেলা, বাংলাদেশ আপনি হিন্দু, তাদের জন্য এটাই যথেষ্ট।“

তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। ভিডিওর ব্যাক্তি হিন্দু নয় বরং মুসলিম যার নাম তাকজিল খলিফা কাজল। কাজল বাংলাদেশের আখাউড়ার পৌরসভার মেয়র। শেখ হাসিনার পার্টি আওয়ামী লীগের নেতা হওয়াই তার বাড়িতে আক্রমন চালায় বিক্ষোভকারিরা। প্রান বাঁচাতে পুকুরে ঝাপিয়ে পড়েছিলেন।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। বাংলাদেশের সংবাদ মাধ্যম গুলো থেকে জানা যায়, পুকুরের মাঝে সাঁতার কাটছে সেই ব্যাক্তির নাম তাকজিল খলিফা কাজল। তিনি আখাউড়া পৌরসভার মেয়রের পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তাছাড়া আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হকের খুব ঘনিষ্ঠ ছিলেন। ৫ আগস্ট তারিখের দুপুরে হামলা চালিয়েছিল বিক্ষোভকারীরা। প্রান বাঁচাতে পুকুরে ঝাপ দেন এবং সেই সময় ডাঙ্গা থেকে ইট পাটকেলও ছুঁড়া হচ্ছিল।

ঢাকা পোস্ট প্রতিবেদন আর্কাইভ

চ্যানেল২৪ বিডি আর্কাইভ

অন্যান্য প্রতিবেদনেও ভিডিওর ব্যাক্তিকে তাকজিল খলিফা কাজল বলেই চিহ্নিত করেছেন এবং পুকুর থেকে উঠে বোরকা পরিধান করে গা ঢাকা দিয়েছেন বলে জানা যায়। দেখুন এখানে, এখানে, এখানে, এখানে।

যমুনা টিভি’র ৭ আগস্টের প্রতিবেদন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রভাবশালী পৌর মেয়র তাকজিল খলিফা কাজলের পৌরশহরের রাধানগরে অবস্থিত বাসভবনে সংঘবদ্ধ হামলা চালিয়েছিল বিক্ষুব্ধ জনতা। প্রান বাঁচাতে বাড়ির পাশের পুকুরে নেমে পড়েন এবং পুকুরে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছিল। তিরে উঠে বোরকা পরে সে তার সাঙ্গুপাঙ্গুদের সহায়তায় সীমান্তের ওপারে ত্রিপুরায় পালিয়েছেন বলে ধারণা করছেন স্থানীয় বিক্ষুব্ধ জনতা। তার বাসভবনে প্রবেশ করে ভাঙচুর ও আসবাবপত্রে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ভাইরাল ফেসবুক পোস্টের করা দাবিটি মিথ্যা। পুকুরের মাঝে ব্যাক্তিকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ার ঘটনায় কোন সাম্প্রদায়িকতা নেই। ভিডিওর ব্যাক্তি মুসলিম যান নাম তাকজিল খলিফা কাজল। তিনি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র।

Avatar

Title:প্রান বাঁচাতে পুকুরে ঝাপ আওয়ামী লীগ নেতার ভিডিওকে সাম্প্রদায়িকতার রঙে শেয়ার

Written By: Nasim A

Result: False