রাজস্থানের সানওয়ালিয়া শেঠ মন্দিরের দানবাক্সে প্রণামীর টাকার ভিডিওকে অযোধ্যা রাম মন্দিরের আবহে শেয়ার   

False Social

২২ জানুয়ারি তারিখে অযোধ্যা রাম মন্দিরে হয়েছে প্রান প্রতিষ্ঠা। রাম মন্দির প্রসঙ্গে একটি ভিডিও যেখানে দানবাক্স থেকে অনেকগুলো টাকা বের করতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে এটিকে অযোধ্যা রাম মন্দিরে দুই দিনে ৩.১৭ কোটি টাকার প্রনামী সংগ্রহের ভিডিও বলে দাবি করা হচ্ছে।    

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”বিগ ব্রেকিং- অযোধ্যা রামমন্দিরে প্রথম দুই দিনে 3.17 কোটি টাকার প্রনামী সংগ্রহ। 🙏 জয় শ্রী রাম 🙏 “ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো ও বিভ্রান্তিকর। রাজস্থানের সানওয়ালিয়া শেঠ মন্দিরের দানবক্স থেকে প্রণামী টাকা বের করার ভিডিওকে অযোধ্যা রামমন্দিরের সাথে জুড়ে শেয়ার করা হয়েছে।   

ফেসবুক পোস্ট  

তথ্য যাচাইঃ 

ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেম গুলোকে গুগল রিভার্স ইমেজ সার্চ করতেই হুবহু এই ভিডিওটি বেশ কিছু ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ১৯ জানুয়ারি তারিখে আপলোড করে শিরোনামে এটিকে সানওয়ালিয়া শেঠ মন্দির বলে জানানো হয়েছে। সাথে এও জানানো হয়েছে মন্দিরে এই বছর ১২.৬৯ কোটি টাকা সংগ্রহ হয়েছে। 

আমরা জানি, ২২ জানুয়ারি তারিখে অযোধ্যা রাম মন্দির উদ্বোধন হয়েছে। অপরপক্ষে, ফেসবুক ভিডিওটি তার আগে থেকেই ইন্টারনেটে উপলব্ধ রয়েছে। যা থেকে স্পষ্ট হয়ে যায় যে ভিডিওটি অযোধ্যা রাম মন্দিরের সাথে সম্পর্কিত নয়। 

এই সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করতেই একটি সংবাদ উপস্থাপন পাওয়া যায়। এই উপস্থাপনে দেখানো হয়েছে একজন মহিলা ১.২৫ কোটি টাকা সানওয়ালিয়া শেঠ মন্দিরে দান করেছিলেন। 

উপরোক্ত সংবাদ উপস্থাপনের দৃশ্য ও ভাইরাল ফেসবুক পোস্টের ভিডিওর তুলনামূলক ফ্রেম থেকে পরিষ্কার হয় যে দানবাক্স থেকে টাকা বের করার ভিডিওটি রাজস্থানের সানওয়ালিয়া শেঠ মন্দিরের। 

ফ্যাক্ট ক্রিসেন্ডো রাজস্থানের সানওয়ালিয়া শেঠ মন্দির প্রশাসক নন্দ কিশোরের সাথে যোগাযোগ করেছে। তিনি আমাদের জানিয়েছেন যে ভাইরাল ভিডিওটি তাদের মন্দিরের, অযোধ্যা রাম মন্দিরের নয়। মন্দির মাসে দুবার দানবাক্স খোলে। রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সানওয়ালিয়া শেঠ মন্দির থেকে অযোধ্যা রাম মন্দিরে প্রসাদ পাঠানো হয়েছে।  

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। রাজস্থানের সানওয়ালিয়া শেঠ মন্দিরের দানবক্স থেকে প্রণামী টাকা বের করার ভিডিওকে অযোধ্যা রামমন্দিরের সাথে জুড়ে শেয়ার করা হচ্ছে। 

Avatar

Title:রাজস্থানের সানওয়ালিয়া শেঠ মন্দিরের দানবাক্সে প্রণামীর টাকার ভিডিওকে অযোধ্যা রাম মন্দিরের আবহে শেয়ার   

Written By: Nasim A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *