চলমান ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে অনেক প্রাসঙ্গিক,অপ্রাসঙ্গিক ভিডিও। সম্প্রতি একটি ভিডিও আমাদের নজরে আসে যা শেয়ার করে ফেসবুক ইউজার দাবি করেছে যে, ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধ শুরুর পরের দিন ইরানের সংসদ ভবনে ইজরায়েল ও আমেরিকা মুর্দাবাদ স্লোগান দেওয়া হয়েছে। পোস্টের ভিডিওতে লোকের ভিড়কে স্লোগান দিতে দেখা যাচ্ছে।

ক্যাপশনে লেখা হয়েছে,” গতপরশু যুদ্ধ শুরু হবার সাথে সাথেই ফি'লি'স্তি'নের প্রতিরোধ যুদ্ধের সমর্থনে ইসলামী ইরানের পার্লামেন্টে জরুরি অধিবেশন ডাকা হয়েছিল। অধিবেশনে পার্লামেন্টের সকল এমপি মুক্তিকামী ফিলি.স্তিনীদের প্রতি সর্বাত্মক সমর্থন ঘোষণা করেছে। এছাড়াও এই যুদ্ধে ফি'লি'স্তি'নকে সকল ধরণের সাহায্য সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ইরানের পার্লামেন্টের সদস্যগণ। সংসদ অধিবেশন শেষে তাঁরা "ই'স'রা'ইল ধ্বংস হোক", " আ'মে'রি'কা ধ্বংস হোক", "ফি'লি'স্তি'নে'র উপর দরূদ", ইত্যাদি স্লোগান দিয়েছেন। উল্লেখ্য যে, ফি'লি'স্তি'নের প্রতিরোধ সংগঠনগুলোর সকল সমরাস্ত্র, ট্রেনিং, রসদ, অর্থ, প্রযুক্তিগত সরঞ্জাম, গোলাবারুদ, গোয়েন্দা তথ্য, স্ট্র্যাটেজিক প্ল্যান এন্ড কমান্ড, ইত্যাদির সবকিছু যোগান দেয় একমাত্র ইরান। আর বাকি কিছু সরবরাহ করে লেবাননের হি'য'বু'ল্লা'হ এবং সিরিয়ার সরকার। ফি'লি'স্তি'নকে মুক্ত করা এবং ই'স'রা'ই'ল'কে ধ্বংস করাকে ইরান তার রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত ইস্যু বলে মনে করে।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভিডিওটি ২০২০ সালের। ইরানের পার্লামেন্টে ‘আমেরিকা মুর্দাবাদ’ স্লোগান দেওয়ার পুরনো ভিডিওকে সম্প্রতি ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষের আবহে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাই

ভাইরাল এই ভিডিও সংক্রান্ত আসল তথ্য পেতে আমরা প্রথমে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে, ‘ইউএসএ টুডে’র চ্যানেলে আপলোড করা একটি ভিডিও খুঁজে পাই যা ফেসবুক পোস্টের ভিডিওর ঘটনাকেই প্রদর্শিত করে। ২০২০ সালে ৫ জানুয়ারি তারিখে আপলোড করা এই ভিডিওর শীর্ষকে লেখা হয়েছে,” ইরান: পার্লামেন্ট সদস্যরা 'আমেরিকার মৃত্যু' স্লোগান দিয়েছেন।“ এই ভিডিও উপস্থাপন অনুযায়ী, তৎকালীন সময়ে বাগদাদে আমেরিকার বিমান হামলায় ইরানের সামরিক নেতা কাসিম সোলেইমানির মৃত্যু হয়েছিল। এর পর ইরানের সংসদ সদস্যরা সংসদের ভেতরেই ‘আমেরিকা মুর্দাবাদ’ স্লোগান দিয়েছিলেন।

আরও খোঁজাখুঁজির পর Jason K. Morrell নামের এক এক্স (টুইটার) প্রোফাইলেও একই ঘটনার সংবাদমাধ্যম ‘সিএনএন’-এর ভিডিও ক্লিপ পাওয়া যায়। ৫ জানুয়ারি,২০২০, তারিখে টুইট করা এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” ইরানের পার্লামেন্টের সদস্যরা ‘আমেরিকা মুর্দাবাদ’ স্লোগান দিচ্ছেন।

CNN-এর ভিডিও উপস্থাপনেও একই কথা জানানো হয় যে, ইরানের সামরিক কর্মকর্তা কাসিম সোলেইমানি নিহত হওয়ার পর ইরানি সাংসদীয় সদস্যরা আমেরিকা বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন।

আরও দেখুনঃ

তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয় যে ফেসবুক পোস্টের দাবিটি মিথ্যা।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভিডিওটি ২০২০ সালের। ইরানের পার্লামেন্টে ‘আমেরিকা মুর্দাবাদ’ স্লোগান দেওয়ার পুরনো ভিডিওকে সম্প্রতি ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষের আবহে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:ইরানের সংসদ ভবনে ‘আমেরিকা ধ্বংস হোক’ স্লোগান দেওয়ার ভিডিওটি সম্প্রতি ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষের সাথে সম্পর্কিত নয়

Written By: Nasim A

Result: False