রাশিয়ার এক স্টেডিয়ামে নামাজ পড়ার পুরনো ভিডিওকে কাতার ফুটবল বিশ্বকাপের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল 

False Sports

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামের নামাজ পড়ার করার ভিডিও বলে দাবি করা হচ্ছে। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে, একটি স্টেডিয়ামের ময়দানে মাথভর্তি মানুষ সারিবদ্ধ ভাবে দাড়িয়ে নামাজ পড়ছে।  

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “বিশ্বকাপ ফুটবলের মাঠের মধ্যে নামাজ “কাতার” যেন সমস্ত দিকথেকে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছে!“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। রাশিয়ার কাজান শহরে অবস্থিত স্টেডিয়াম নামাজ পড়ার পুরনো ভিডিওকে কাতারে অনুষ্ঠিত ২০২২ ফুটবল বিশ্বকাপের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

উল্লেখ্য, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে কাতারে। এই খেলা শুরু হয়েছে চলতি মাসের ২০ তারিখ অর্থাৎ ২০ নভেম্বর তারিখ থেকে এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ডিসেম্বর ১৮ তারিখে। কাতারের মোট ৮টি স্টেডিয়ামে সম্পন্ন হবে বিশ্বকাপের সব খেলা গুলো। খেলার আপডেট নিতে ক্লিক করুন এখানে।  

তথ্য যাচাই 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করি। লাল রঙে রং করা সিট গুলোর মাঝে মাঝে সাদা রঙে রাঙানো হয়েছে কিছু সিটকে। স্পষ্ট লক্ষ্যনিয় যে, সাদা রঙের সিটগুলো দিয়ে ইংরেজিতে লেখা তৈরি হয়েছে ’KAZAN’। এটিকে সুত্র ধরে গুগলে সার্চ করতেই জানতে পারি কাজান হল রাশিয়ার একটি শহরের নাম। এবং ইউটিউবে সার্চের মাধ্যমে দেখতে পাই ভিডিওটি ৩ বছরেরও বেশি আগে থেকে ইন্টারনেটে আপলোড করা রয়েছে এবং সাথে এটিকে রাশিয়ার স্টেডিয়ামে নামাজ পড়ার দৃশ্য বলেও জানানো হয়েছে। 

উপরিউক্ত তথ্য থেকে স্পষ্ট হয়, ভিডিওটি ৩ বছর পুরনো রাশিয়ার কাজানের। অর্থাৎ ভাইরাল এই ভিডিওটি সম্প্রতির কাতার ফুটবল বিশ্বকাপের সাথে কনরকম ভাবেই সম্পর্কিত নয়। 

উপরিউক্ত তথ্যগুলিকে সুত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে দেখতে পাই, কাজান শহরে একাধিক স্টেডিয়াম রয়েছে। তারপর প্রত্যেকটি স্টেডিয়ামের ছবি, ভিডিও দেখতে থাকি।  দেখতে পাই ভাইরাল ভিডিওর দৃশ্য কাজানে অবস্থিত Ak Bars Arena নামের স্টেডিয়ামের সাথে মিলে যাচ্ছে। 

আরও দেখুনঃ 

গুগল মাপ্সও ভাইরাল এই স্টেডিয়ামটি যে রাশিয়ার কাজানে অবস্থিত Ak Bars Arena স্টেডিয়ামের তা নিশ্চিত করে। 

প্রসঙ্গত, বলে রাখা ভালো, ২০২২ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ঘামেন আল মুফতাহ, হলিউড চলচিত্র তারকা মরগান ফ্রিমান এর উপস্থিতিতে পবিত্র কোরআনের কিছু আয়াত তেলাওয়াত করেছিল। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। রাশিয়ার কাজান শহরে অবস্থিত স্টেডিয়াম নামাজ পড়ার পুরনো ভিডিওকে কাতারে অনুষ্ঠিত ২০২২ ফুটবল বিশ্বকাপের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল করা হচ্ছে। 

Avatar

Title:রাশিয়ার এক স্টেডিয়ামে নামাজ পড়ার পুরনো ভিডিওকে কাতার ফুটবল বিশ্বকাপের সাথে জুড়ে ভুয়ো পোস্ট ভাইরাল

Fact Check By: Nasim A 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *