চলতি মাসের ১৪ তারিখ চাঁদের উদ্দ্যেশে ভারত উৎক্ষেপণ করিয়েছে চন্দ্রযান ৩। এই ঐতিহাসিক রকেট উৎক্ষেপণকে ঘিরে একটি ভিডিও সম্প্রতি বেশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটারে। বিমানের জানালা থেকে রেকর্ড করা রকেট উৎক্ষেপণের একটি ভিডিও শেয়ার করে সেটিকে চন্দ্রযান ৩ রকেট দাবি করা হচ্ছে। ভিডিওতে একটি রকেটকে মাটি থেকে উৎক্ষেপণ হয়ে মহাকাশের দিকে চলতে দেখা যাচ্ছে এবং এই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়েছে বিমানের জানালা থেকে।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,” ইন্ডিগোর একটি ফ্লাইট চেন্নাই থেকে ঢাকা যাচ্ছিল। কাকতালীয়ভাবে, চন্দ্রযান-৩ উৎক্ষেপণের সময় এটি শ্রীহরিকোটার উপর দিয়ে যাচ্ছিল। পাইলট ঘোষণা করেছিলেন যে যাত্রীরা একটি ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে চলেছেন, চন্দ্রযান-3 লঞ্চ।উইন্ডো সিটের একজন যাত্রী তার মোবাইলে এই👇👇 ভিডিওটি রেকর্ড করেছেন এবং এটি মহাকাশ থেকে মহাকাশযানের প্রথম অপেশাদার ভিডিও। ভিডিওটি টুইট করেছেন ডাঃ পি ভি ভেঙ্কিতকৃষ্ণান, ডিরেক্টর (অবসরপ্রাপ্ত), ইসরো ম্যাটেরিয়ালস অ্যান্ড রকেট ম্যানুফ্যাকচারিং। (আসল কথা বলতে গেলে, লঞ্চের সময় শ্রীহরিকোটার আশেপাশের আকাশপথটি নো ফ্লাই জোন ছিল এবং বিমানটি নো ফ্লাই জোনের বাইরে ছিল)।।।।।“

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ২০২২ সালের ডিসেম্বর মাসে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণের ভিডিওকে চন্দ্রযান ৩ উৎক্ষেপণের দাবিতে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভিডিওটিকে ইনভিড টুলের মাধ্যমে কি ফ্রেমে ভাগ করে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ‘Chef Pinkpr’ নামের এক ইন্সতা প্রোফাইলে ভাইরাল এই ভিডিওর উল্লেখ পাওয়া যায়। ভিডিওটি ২০২২ সালের ১৫ ডিসেম্বর তারিখে পোস্ট করা হয়েছে। ভিডিওর সাথে তিনি জানিয়েছেন যখন তার বিমান কেপ ক্যানাভেরালের উপর দিয়ে জাচ্ছিল সেই সময় স্পেসএক্স ফ্যালকন ৯ নামের একটি রকেট উৎক্ষেপণ করা হচ্ছিল।

এই তথ্যকে সূত্র ধরে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে বিমান থেকে রকেট উৎক্ষেপণের দৃশ্য ক্যামেরাবন্দি করা নিয়ে ‘এনডি টিভি’র প্রতিবেদন পাওয়া যায়। ১৬ ফেব্রুয়ারি,২০২৩, তারিখের এই প্রতিবেদন অনুযায়ী, প্লেনের জানালা থেকে স্পেসএক্স রকেট উৎক্ষেপণের দৃশ্য ক্যামেরাবন্দি করেছে বিমান যাত্রী।

প্রতিবেদন আর্কাইভ

মুখ্যধারার অন্যান্য প্রতিবেদনেও ভিডিওতে দেখতে পাওয়া রকেটটিকে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেট বলেই জানিয়েছেন। প্রতিবেদনগুলো দেখুন এখানে, এখানে

প্রসঙ্গত, মার্কিন ধনকুবের শিল্পপতি ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স এর ফ্যালকন ৯ রকেটটি ২০২২ সালের ১১ ডিসেম্বর তারিখে উৎক্ষেপণ করা হয়েছিল।

নিষ্কর্ষঃ

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ভিডিওটি চন্দযান ৩ উৎক্ষেপণের নয়। ২০২২ সালের ডিসেম্বর মাসে স্পেসএক্স ফ্যালকন ৯ রকেট উৎক্ষেপণের ভিডিওকে চন্দ্রযান ৩ উৎক্ষেপণের দাবিতে শেয়ার করা হচ্ছে।

Avatar

Title:বিমানের জানালা থেকে রেকর্ড করা চন্দ্রযান ৩ উৎক্ষেপণের ভিডিও ? জানুন ভাইরাল ভিডিওর সত্যতা

Written By: Nasim A

Result: False