গাজা টাওয়ার ধ্বংসের ভাইরাল ভিডিওটি ২০২১ সালের, সম্প্রতি হামাস-ইজরায়েল সংঘর্ষের সাথে সম্পর্কিত নয় 

International Missing Context

চলতি মাসের ৭ তারিখের সকাল ৮টার সময় ফিলিস্তিনের চরমপন্থি মুসলিম সংগঠন হামাস গাজা উপত্যকা থেকে ইজরায়েলের উপর রকেট মিসাইল হামলা চালায়। এই হামলায় ৪০০০-এরও বেশি রকেট ব্যবহার করেছে হামাস গোষ্ঠী বলে খবর। হামাস এই হামলা অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন আল-আকসা স্টর্ম’। এই হামলার প্রতি উত্তরে ইসরায়েলও পরের দিন রকেট হামলা করে গাজা শহরে। এই সংঘর্ষে এখন অবধি ১০০০ জনেরও বেশিজন প্রান হারিয়েছে এবং ঘর বাড়ি ছাড়া হয়েছে ১ লক্ষেরও বেশি লোকজন। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার হচ্ছে অনেক প্রাসঙ্গিক,অপ্রাসঙ্গিক ভিডিও। বহুতল ভবনের ভেঙ্গে পড়ার একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ইজরায়েলের তৃতীয় গাজা টাওয়ার ধ্বংস করলো ফিলিস্তিন। ১ মিনিটের এই ভিডিওতে রকেট মিসাইলের হামলায় বিকট আওয়াজ করে একটি বহুতল ভবন ভেঙ্গে পড়তে দেখা যাচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” _ইসরায়েল এর তৃতীয় গাজা টাওয়ার ধ্বংস করেছে ফি’লি’স্তি’নি!✊।“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি পোস্টের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। বহুতল ভবনটি গাজা উপত্যকায় অবস্থিত গাজা টাওয়ার যা ২০২১ সালের ইজরায়েল-হামাস সংঘর্ষের সময় ইজরায়েল দ্বারা ধ্বংস করা হয়েছিল।   

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাই 

ভিডিওটিতে থাকা আল জাজিরার ওয়াটার মার্ককে তথ্য হিসেবে ধরে ইউটিউবে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে আসল ভিডিওটি পেয়ে যায়। ‘আল জাজিরা’র অফিশিয়াল চ্যানেলে ভিডিওটি ২০২১ সালের ১৪ মে তারিখে আপলোড করা হয়েছিল। ভিডিওর সাথে দেওয়া তথ্য অনুযায়ী, ১৪ তলা বিশিষ্ট গাজা শহরের মিডিয়া অফিস আল-শোরুক টাওয়ার একাধিক ইজরায়েলি বিমান হামলায় সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছিল।

আল জাজিরার অফিশিয়াল টুইটার প্রোফাইল থেকেও এই ভিডিওটি ১৩ মে,২০২১, তারিখে টুইট করে এটিকে সেই বছর  ইজরায়েল দ্বারা গাজার তৃতীয় টাওয়ার ধ্বংস করার ভিডিও বলে জানানো হয়। 

দূরদর্শন কেন্দ্র ‘News 5 Cleveland’-এর ফেসবুক পেজ থেকেও এই ভিডিওটি ১৪ মে,২০২১, তারিখে পোস্ট করা হয় এবং ক্যাপশনে লেখা হয়,” ইসরায়েল এবং হামাসের মধ্যে ক্রমবর্ধমান সংঘর্ষের মধ্যে গাজার ১৪ তলা আল-শোরুক টাওয়ারে ইসরায়েলি বিমান হামলার মুহূর্তটি ভিডিওতে দেখানো হয়েছে।“  

উপরোক্ত তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে, গাজার বহুতল ভবন ধ্বংসের ভাইরাল এই ভিডিওটি সম্প্রতি ইজরায়েল-হামাস সংঘর্ষের নয় বরং ২০২১ সালের। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো। ২০২১ সালে ইজরায়েল দ্বারা গাজা টাওয়ার ধ্বংস করার ভিডিওকে সাম্প্রতিক হিংসার সাথে জুড়ে শেয়ার করা হয়েছে। 

Avatar

Title:গাজা টাওয়ার ধ্বংসের ভাইরাল ভিডিওটি ২০২১ সালের, সম্প্রতি হামাস-ইজরায়েল সংঘর্ষের সাথে সম্পর্কিত নয়

Written By: Nasim Akhtar 

Result: Missing Context


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *