২০২৪ এর লোকসভা ভোটের দিনক্ষণ ঠিক হয়নি ঠিকই কিন্তু ভোটপ্রচারের কারুকার্য শুরু হয়েগেছে ইতিমধ্যে। রাজনৈতিক দলগুলো প্রকাশ করছে নিজেদের প্রার্থী তালিকা, জয় নিশ্চিত করতে সাজাচ্ছেন নিজেদের গুটি। শাসক দল তৃনমূল কংগ্রেস ৪২টি আসনেই নিজেদের প্রার্থী ঘোষণা করে INDIA গটবন্ধন থেকে আলাদা হওয়ার স্পষ্ট বার্তা দিয়েছেন। অপরপক্ষে, বিরোধী দল বিজেপিও ২০টি আসনে ও সিপিআই (এম) ১৬টি আসনে নিজেদের প্রার্থীর নাম ঘোষণা করেছেন। বাঁকুড়ার বিষ্ণুপুর কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল এবং বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। সুজাতা মণ্ডল ও সৌমিত্র খাঁ সম্পর্কে ছিলেন স্বামী-স্ত্রী। ২০২০ সালের জানুয়ারি মাসের তাদের সেই সম্পর্কের বিচ্ছেদ ঘটে। ২০১৯ সালের লোকসভা ভোটের সময় বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ-এর হয়ে ভোট প্রচার করেছিলেন তৎকালীন স্ত্রী সুজাতা মণ্ডল। সময়ের চাকা ঘোরার সাথে সাথে নিজেদের সম্পর্কের সাথে ঘুরেছে রাজনৈতিক পথ। একুশের বিধানসভা ভোটের আগে সুজাতা মণ্ডল তৃনমূল কংগ্রেসে যুক্ত হন এবং ভোটে দাঁড়ান। কিন্তু সফলতা নাগালে পাননি। তা বলে তিনি দল ও ত্যাগ করেনি। আজ সেই সুজাতা মণ্ডলকে তৃনমূল কংগ্রেস বিষ্ণুপুর কেন্দ্র থেকে লোকসভা প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন। ভোট প্রচারের এই আবহে সুজাতা মণ্ডলের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াই বেশ শেয়ার করা হচ্ছে। ভিডিওতে তিনি তৃনমূল কংগ্রেস সরকারকে নিশানা করে আক্রমনের সুরে দলকে লুটেরাদের দল বলছেন এবং বলছেন এই দলের সরকারকের বিশ্বাসযোগ্য নয়। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, তৃনমূল কংগ্রেসের প্রার্থী হওয়া সত্ত্বেও নিজের দল সম্পরকেই কুকথা বলছেন সুজাতা মণ্ডল।

ভিডিও ক্যাপশনে লেখা হয়েছে,” বিষ্ণুপুর লোকসভার তৃণমূলের প্রার্থী সুজাতা মন্ডল একি বলছেন নিজের দলকে নিয়ে আমার কথা না এগুলো। সুজাতা দিদি বলছেন।“

তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো দেখতে পেয়েছে যে ভিডিওটি সম্প্রতির নয় বরং ২০২০ সালের। ২০২০ সালে সুজাতা মণ্ডল বিজেপি কর্মী ছিলেন। অর্থাৎ, পুরনো ভিডিওকে সম্প্রতির দাবিতে শেয়ার করা হচ্ছে।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগল রিভার্স ইমেজ করি। ফলে, বেশ কয়েকটি ইউটিউব চ্যানেলে ভিডিওটিকে ২০১৯ সালের বলে জানানো হয়েছে।

যা থেকে ধারনা হয় যে ভিডিওটি পুরনো হতে পারে।

এটিকে সূত্র ধরে আমরা সুজাতা মণ্ডলের ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখি। ফলে, তার এই লাইভ ভিডিওটি খুঁজে পেয়ে যায়। লাইভ ভিডিওটি তিনি করেছিলেন ২০২০ সালের ২৩ এপ্রিল তারিখে যেখানে তিনি তৃনমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করেছিলেন।

তথ্যের ভিত্তিতে প্রমানিত হয় যে তৃনমূল কংগ্রেস নেত্রী সুজাতা মণ্ডলের তৃনমূল কংগ্রেসকে নিয়ে তীব্র সমালোচনা করার ভিডিওটি সম্প্রতির নয় বরং ২০২০ সালের এবং সেই সময় তিনি তৃণমূলের সাথে নয়, বিজেপির সাথে যুক্ত ছিলেন।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে সুজাতা মণ্ডলের পুরনো ভিডিওকে সম্প্রতির দাবি করে শেয়ার করা হচ্ছে। ভিডিওটি ২০২০ সালের যখন তিনি বিজেপি কর্মী ছিলেন।

Avatar

Title:তৃনমূল প্রার্থী সুজাতা মণ্ডলের নিজের দলের সমালোচনা করার ভিডিওটি ২০২০ সালের

Fact Check By: Nasim Akhtar

Result: False