
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, জয় শ্রী রাম গানে নাচ করছেন জিম্বাবুয়ের খেলোয়াড়রা। পোস্টের ভিডিওতে দেখা যাচ্ছে জিম্বাবুয়ের ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় শ্রী রাম গানের তালে নাচ করছেন।
পোস্টের ক্যাপশনে লেখা রয়েছে, “এই অপেক্ষায় ছিলাম…. জয় শ্রী রাম🚩🧡“
তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। জিম্বাবুয়ের খেলোয়াড়দের জয় শ্রী রাম গানে নাচ করার ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত।
উল্লেখ্য, ১৬ অক্টোবর তারিখে শুরু হয়েছে ক্রিকেট টি২০ বিশ্বকাপ। গ্রুপ স্টেজের খেলা শেষ হয়েছে চলতি মাসের ৬ তারিখ। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড-এই চারটি দল পৌঁছেছে সেমি ফাইনালে। ১৩ নভেম্বর তারিখে সংঘটিত হবে এই বিশ্বকাপের ফাইনাল।
তথ্য যাচাই
ভাইরাল এই ভিডিওর সত্যতা যাচায় করতে আমরা ইউটিউবে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলে, বিভিন্ন চ্যানেলে এই ভিডিও কেন্দ্রিক তথ্য পেয়ে যায়। জানতে পারি, টি২০ বিশ্বকাপে জিম্বাবুয়ে পাকিস্তানকে ১ রানে হারানোর পর জিম্বাবুয়ের খেলোয়াড়দের উদযাপনের ভিডিও।
জিম্বাবুয়ে ক্রিকেট দলের ভেরিফাইড টুইটার হ্যান্ডেল থেকেও ভাইরাল এই ভিডিওর দীর্ঘ সংস্করণটি টুইট করা হয়েছে। ০.৪২ মিনিটের পর থেকে ভাইরাল ভিডিওর অংশটুকু দেখা যাবে। ভিডিওতে স্পষ্ট লক্ষ্যনীয়, জয় শ্রী রাম গান বাজছে না। খেলোয়াড়রা নিজেরাই গান গাইছেন এবং সেই ছন্দে নাচ করছেন।
নীচে ভাইরাল ভিডিও ও আসল ভিডিওর তুলনামূলক ফ্রেমটি দেখুনঃ
অর্থাৎ প্রমানিত হয় জয় শ্রী রাম গানের তালে জিম্বাবুয়ের খেলোয়াড়দের নাচ করার ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত।
নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিস্যান্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়ো ও ভিত্তিহীন। জিম্বাবুয়ের খেলোয়াড়দের জয় শ্রী রাম গানে নাচ করার ভাইরাল এই ভিডিওটি সম্পাদিত।

Title:জিম্বাবুয়ের খেলোয়াড়দের জয় শ্রী রাম গানে নাচ করার ভাইরাল ভিডিওটি সম্পাদিত
Fact Check By: Nasim AkhtarResult: False