সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, হিন্দু মহিলাকে মুসলিম সম্প্রদায়ের লোকজন হেনস্থা করছে। ৫৪ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে পুলিশের উপস্থিতিতে একজন মহিলাকে জনগণের ভিড় দ্বারা নিগ্রহ করতে দেখা যাচ্ছে। ভাইরাল এই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”এটা মনিপুরে নয় এটা পশ্চিমবঙ্গের বারাসাত, নারীর সন্মান আজ ভূলুণ্ঠিত পিসির আদরের রত্ন জেহাদীদের হাতে। #SaveBengal #highlight।“

তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো। নিগ্রহের শিকার মহিলা মুসলিম, যার নাম মেহেরাবানু বিবি। শিশু পাচার সন্দেহের জেরে বারাসাতে মেহেরাবানুকে জনগণের ভিড় মারধর করেছিলেন।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করি। দেখতে পাই, পুলিশ ভ্যানে বারাসাত পুলিশ লেখা রয়েছে।

এটিকে সূত্র ধরে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘টিভি৯ বাংলা’র ভিডিও উপস্থাপন অনুযায়ী, বারাসাতে শিশু অপহরণের গুজবে এক নিরপরাধ মহিলাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। উপস্থাপনের কোথাও বলা হয়নি ঘটনায় কোন সাম্প্রদায়িকতা আছে।

ভাইরাল ভিডিওর দাবিকে খণ্ডন করে বারাসাত পুলিশ একটি এক্স পোস্টে লিখেছেন-জনতার দ্বারা একজন মহিলাকে মারধরের একটি পুরানো ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে। গুজব ছড়ানোর ফলে এই ঘটনাটি এক মাস আগে বারাসাত পুলিশ থানা এলাকায় ঘটেছিল যেখানে ৩টি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছিল এবং ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।“

এক্স পোস্ট আর্কাইভ

আরও বিস্তারিত জানতে আমরা বারাসাত পুলিশের সাথে যোগাযোগ করি। এসডিপিও বিদ্যাগর অজিঙ্ক্য অনন্ত আইপিএস জানিয়েছেন,”শিশু চুরির গুজব এবং অঙ্গ ব্যবসার পাচারের গুজবের কারণে বারাসাত পুলিশ থানার অধীনে মব লিঞ্চিংয়ের এই ঘটনা ঘটেছে। হামলার শিকার মহিলা মেহেরাবানু বিবি ওরফে নেহেরা বানু। ৩৫ বছর বয়স্ক নেহরা বানু আমডাঙ্গা থানার অন্তর্গত প্রভাকর খান্ডির খোকন বিশ্বাসের স্ত্রী। ভাইরাল পোস্টের দাবিটি মিথ্যা। মারধরের এই ঘটনায় সাম্প্রদায়িকতার কোন কোণ নেই।“

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওটিতে বারাসাতে সেন্ট্রাল মডার্ন স্কুলের সামনে মেহেরাবানু বিবি নামে এক মুসলিম মহিলার উপর জনতার আক্রমণ দেখানো হয়েছে এবং পুলিশ স্পষ্ট করেছে যে ঘটনায় কোনও সাম্প্রদায়িক কোণ নেই।

Avatar

Title:বারাসাতে পুলিশের সামনে মহিলাকে মারধরের ঘটনায় সাম্প্রদায়িকতার কোন নেই

Fact Check By: Nasim Akhtar

Result: False