কাতার বিশ্বকাপে বিয়ারের ক্যানকে পেপসির ছদ্মবেশ পাচার করছে ফুটবল ভক্তরা ? জানুন ভাইরাল ছবির সত্যতা

Misleading Sports

সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, কাতার বিশ্বকাপে বিয়ারের ক্যানকে পেপসির ছদ্মবেশ পাচার করছে ফুটবল ভক্তরা। পোস্টের ছবিতে দেখা যাচ্ছে পেপসির স্টিকার যুক্ত একটি ক্যানের অর্ধেক স্টিকার ছেড়া অবস্থায় ধরে আছে একজন আধিকারিক।

 পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, “ভক্তরা কাতারে বিয়ার পাচার করছে 😂 #FIFAWorldCup“ 

তথ্য যাচাই করে আমরা দেখতে পেয়েছি এই দাবি ভুয়ো এবং বিভ্রান্তিকর। বিয়ারের ক্যানকে পেপসির ছদ্মবেশে পাচার করার ভাইরাল এই ছবিটি ২০১৫ সালে সৌদি আরবে তোলা, কাতার ফুটবল বিশ্বকাপের সাথে সম্পর্কিত নয়। 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

উল্লেখ্য, ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে কাতারে। এই খেলা শুরু হয়েছে চলতি মাসের ২০ তারিখ অর্থাৎ ২০ নভেম্বর তারিখ থেকে এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ডিসেম্বর ১৮ তারিখে। কাতারের মোট ৮টি স্টেডিয়ামে সম্পন্ন হবে বিশ্বকাপের সব খেলা গুলো। ফুটবল বিশ্বকাপ ২০২২ সুচনার ঠিক আগের দিন অর্থাৎ ১৯ তারিখে ফিফা ঘোষণা করেছে খেলা চলাকালীন স্টেডিয়ামে অ্যালকোহল পান নিষিদ্ধ।  

তথ্য যাচাই 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কিওয়ার্ড সার্চ করি। ফলে পেপসির ক্যানে বিয়ার পাচার করা কেন্দ্রিক কোন প্রতিবেদন পাওয়া যায়না। এখান থেকে ধারণা হয় যে ছবিটি বিভ্রান্তিকর হতে পারে। 

তাহলে ছবিটির আসল উৎস কি ? 

এই প্রশ্নের উত্তর খুঁজতে ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করতেই ছবিটির সম্পর্কে আসল তথ্য পেয়ে যায়। আমেরিকার সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের  ২০১৫ সালের ১২ নভেম্বর তারিখের প্রতিবেদন অনুযায়ী, ছবিটি সৌদি আরবের। সৌদি আরবের সীমান্তে সৌদি কর্তৃপক্ষ হেইনেকেন কোম্পানির ৪৮০০০ বিয়ার ক্যানসহ এক ব্যক্তিকে ধরেছে। হেইনেকেন ক্যানের স্টিকারের ওপর পেপসির স্টিকার লাগিয়ে ছদ্মবেশে পাচার করার চেষ্টা করছিল পাচারকারী। প্রসঙ্গত, সৌদি আরবে অ্যালকোহল নিষিদ্ধ। 

আরবের সংবাদ মাধ্যম ’আল আরাবিয়া’র ১২ নভেম্বর,২০১৫, তারিখের প্রতিবেদনেও একই কথা জানানো হয়েছে। 

প্রতিবেদন আর্কাইভ 

বিবিসি-এর প্রতিবেদনেও জানানো হয়েছে, ৪৮০০০ হেইনেকেনের বিয়ার ক্যানে পেপসির স্টিকার লাগিয়ে ছদ্মবেশ পাচারের চেষ্টাকারীকে আরব সীমান্তে ধরেছে সৌদি আরব কর্তৃপক্ষ। 

প্রতিবেদন আর্কাইভ 

তথ্য প্রমানের ভিত্তিতে প্রমানিত হয়, কাতারে বিয়ার পাচার করার নামে ভাইরাল এই ছবিটি ২০১৫ সালে সৌদি আরবের ঘটনা, কাতার বিশ্বকাপের সাথে সম্পর্কিত নয়।  

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেণ্ডো সিদ্ধান্তে এসেছে উপরোক্ত দাবিটি ভুয়া  ও ভিত্তিহীন। বিয়ারের ক্যানকে পেপসির ছদ্মবেশে পাচার করার ভাইরাল এই ছবিটি ২০১৫ সালে সৌদি আরবে তোলা, কাতার ফুটবল বিশ্বকাপের সাথে সম্পর্কিত নয়।

Avatar

Title:কাতার বিশ্বকাপে বিয়ারের ক্যানকে পেপসির ছদ্মবেশ পাচার করছে ফুটবল ভক্তরা ? জানুন ভাইরাল ছবির সত্যতা

Fact Check By: Nasim Akhtar 

Result: Misleading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *