আর জি কর কাণ্ডে সারাদেশ জুড়ে সঠিক বিচারের দাবি চেয়ে চলছে সোশ্যাল মিডিয়া সহ রাস্তা জুড়ে সোচ্চার হয়েছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। পথে নেমেছে টলিউড শিল্পীরা। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘটনার নিন্দা করে সঠিক বিচারের দাবি করেছে বলিউড তারকা থেকে শুরু করে ক্রিকেটার হরবজন সিং, সুর্য কুমার যাদব সহ অনেকে। চলছে তদন্ত। মামলার তদন্তের দায়িত্বভার হস্তান্তরিত হয়েছে সিবিআই-এর হাতে। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট আর জি কর চত্বরে কেন্দ্রীয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশও দিয়েছেন। এই আবহে ক্রিকেটার বিরাট কোহলির একটি ভিডিও বেশ ভাইরাল হচ্ছে ফেসবুকে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, আর জি কর কাণ্ডের নিন্দা জানিয়ে ভিডিও বার্তা পোস্ট করেছেন তারকা ক্রিকেটার। ৩০ সেকেন্ডের এই ভিডিওতে স্বয়ং কোহলিকে বলতে শোনা যাচ্ছে- এটি বিরক্তিকর এবং মর্মান্তিক। আমি সেই সমাজের একটি অংশ হিসেবে লজ্জিত। আমি মনে করি আমাদের চিন্তাভাবনা পরিবর্তন করতে হবে এবং আমাদের নারী ও পুরুষের সাথে একইভাবে আচরণ করতে হবে। সম্মান করুন এবং মহিলাদের সাথে কিছুটা সহানুভূতির সাথে আচরণ করুন। এরকম কিছু ঘটে এবং লোকেরা এটি দেখে এবং এটি সম্পর্কে কিছু না করে, আমি মনে করি এটি একটি কাপুরুষোচিত কাজ। সেই মানুষদের নিজেদের পুরুষ বলার অধিকার নেই। আমার একটাই প্রশ্ন, আপনার পরিবারের কারো সাথে যদি এরকম কিছু ঘটে থাকে, ঈশ্বর না করুন, আপনি কি দাঁড়িয়ে দেখবেন নাকি সাহায্য করবেন?

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি কি বললেন শুনুন। আমাদের চিন্তাধারাকে পরিবর্তন করতে হবে। আমাদের সমাজকে আমাদের ই পরিবর্তন করতে হবে। Listen to what Indian cricketer Virat Kohli had to say. We have to change our thinking. We need to change our society. What indian cricketer Virat kohli said about DR. MOUMITA DEBNATH.।“

তথ্য যাচাই করে আমরা পেয়েছি বিরাট কোহলি আর জি কাণ্ড নিয়ে কোন মন্তব্য করেনি। ভাইরাল ভিডিওটি ২০১৭ সালের, যখন তিনি বেঙ্গালুরুতে নববর্ষের প্রাক্কালে হওয়া শ্লীলতাহানির বিরুদ্ধে তার আওয়াজ তুলেছিলেন।

ফেসবুক পোস্ট

তথ্য যাচাইঃ

আর জি কাণ্ডকে নিয়ে বিরাট কোহলি কোন মন্তব্য করেছে কি না তা জানতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলে, কোন সংবাদ প্রতিবেদনে এমনকি তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলোতেই কোন পোস্ট পাইনা। যা থেকে ধারনা হয় যে, আর জি কাণ্ড নিয়ে বিরাট কোহলির মুখ খোলার দাবিটি বিভ্রান্তিকর।

তাহলে ভিডিওর উৎস?

এই প্রশ্নের উত্তর খুঁজতে ভিডিওটির কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভাইরাল এই ভিডিওর দীর্ঘ সংস্ক্ররনটি বিরাট কোহলির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পাওয়া যায়। ২০১৭ সালের ৬ জানুয়ারি তে করা এই ভিডিওতে তাকে বলতে শোনা যাচ্ছে- বেঙ্গালুরুতে যা ঘটেছে তা সত্যিই উদ্বেগজনক। এই এক্স পোস্টে দুটি ভিডিও একই থ্রেডে পোস্ট করেছিলেন তিনি। যার মধ্যে প্রথমটিকে বাদ দিয়ে দ্বিতীয়টিকে প্রসঙ্গ ছাড়াই পোস্ট করা হয়েছে।

এটিকে সূত্র ধরে গুগল সার্চের মাধ্যমে অনেক সংবাদ প্রতিবেদনেই বিরাট কোহলির এই ভিডিওকে ঘিরে সংবাদ উপস্থাপন এবং প্রতিবেদন পেয়ে যায়। ‘এনডি টিভি’র ভিডিও উপস্থাপনের শিরোনামে লেখা হয়েছে,”বেঙ্গালুরু শ্লীলতাহানির ঘটনার বিরুদ্ধে সোচ্চার বিরাট কোহলি।“

ইন্ডিয়ান এক্সপ্রেস প্রতিবেদন, হিন্দুস্তান টাইমস প্রতিবেদন

নিষ্কর্ষঃ

তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, আর জি কর ঘটনা নিয়ে কোন মন্তব্যই করেনি বিরাট কোহলি। শ্লীলতাহানির ঘটনার বিরুদ্ধে সোচ্চার হওয়া নিয়ে ভাইরাল এই ভিডিওটি আর জি কর ঘটনার সাথে সম্পর্কিত নয়। ভিডিওটি ২০১৭ সালের, যখন তিনি বেঙ্গালুরুতে নববর্ষের প্রাক্কালে হওয়া শ্লীলতাহানির বিরুদ্ধে তার আওয়াজ তুলেছিলেন।

Avatar

Title:আর জি কর ঘটনার নিন্দা জানিয়ে ভিডিও বার্তা পোস্ট করেছেন বিরাট কোহলি? জানুন ভাইরাল ভিডিও সত্যতা

Written By: Nasim A

Result: False