
সিঙ্গাপুরে ছুটি কাটানোর সময় স্কুবা ডাইভিং করতে গিয়ে হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন গায়ক জুবিন। এরপর থেকেই সামাজিক মাধ্যমে অপ্রাসঙ্গিক ছবি ও ভিডিও পোস্টের বন্যা বইছে বিভিন্ন প্ল্যাটফর্মে। সম্প্রতি, হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় জুবিন গার্গের একটি ছবি আমাদের নজরে এসেছে, যেটি শেয়ার করে সেটিকে গায়কের শেষ মুহূর্তের ছবি বলে দাবি করা হচ্ছে।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”জুবিন গার্গের শেষ ছবি💔 We all miss u Sir🙏🥹।“
তথ্য যাচাই করে আমরা জানতে পেরেছি, ছবিটি ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের। গুয়াহাটি টাউন ক্লাব মাঠে একটি অনুষ্ঠানের সময় জুবিন গার্গ অচেতন হয়ে পড়েছিলেন এবং তাকে গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ছবিটি সেই সময়কার।

তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, এশিয়া নেত-এর এক প্রতিবেদনে এই ছবির উল্লেখ পেয়ে যায়। ২১ জুলাই,২০২২, তারিখের এই প্রতিবেদন অনুযায়ী, ২০২০ সালের ২৮শে ফেব্রুয়ারি, গুয়াহাটি টাউন ক্লাবে একটি অনুষ্ঠানের সময় হঠাৎ অজ্ঞান হয়ে পড়েছিলেন জুবিন গার্গ। তাকে গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

আসামভিত্তিক সংবাদমাধ্যম ‘নিরমীয়া বার্তা’র ২৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখের প্রতিবেদনেও এই ছবির উল্লেখ পাওয়া যায় এবং সেখান থেকেও একই তথ্য জানা যায়।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, জুবিন গার্গের “শেষ ছবি” বলে দাবি করা ভাইরাল ছবিটি আসলে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের। গুয়াহাটি টাউন ক্লাব মাঠে একটি অনুষ্ঠানের সময় তিনি অচেতন হয়ে পড়েছিলেন এবং পরে তাকে গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

Title:২০২০ সালে হাসপাতালে থাকা জুবিন গার্গের ছবিটি ভুয়ো দাবির সঙ্গে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False