ইসলাম ধর্ম গ্রহন করলেন শাহরুখ পত্নী গৌরী? না, ছবিটি এআই নির্মিত 

False Social

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে কিং খান শাহরুখ খান ও স্ত্রী গৌরী খানকে ঘিরে একটি পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ৩৩ বছর পর হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্মে রুপান্তর হলেন। টিভি৯ বাংলার পোস্টকার্ড শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন গৌরী খান!”

এই পোস্টকার্ডে লেখা হয়েছে,”বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখ পত্নী গৌরী! মক্কা থেকে ভাইরাল তাঁর ছবি।“ এই ফটোকার্ডে শাহরুখ খান ও গৌরি খানকে সাদা পোশাকে ইসলামিক ধর্মীয় স্থান কাবা ঘরের সামনে আলিঙ্গন করে দাড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি গৌরী খানের ধর্ম পরিবর্তন করার দাবিটি মিথ্যা। ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কাজে তৈরি করা হয়েছে।   

ফেসবুক পোস্ট আর্কাইভ 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে ‘টিভি৯ বাংলা’ আসলে এরকম কোন ফটোকার্ড প্রকাশ করেছে কি না খুঁজে দেখি। ফলে পেয়েও যায়। ৬ জানুয়ারি তারিখে হুবহু এই ফটোকার্ডটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে। বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন গৌরী খান!” 

ফেসবুক পোস্ট আর্কাইভ 

এই ফেসবুক পোস্টের কমেন্টে তাদের প্রতিবেদনে স্পষ্ট জানানো হয়েছে শাহরুখ পত্নীর ইসলাম ধর্ম গ্রহন করার দাবিটি ঠিক নয় এবং ছবিটি এআই নির্মিত। 

অন্যান্য প্রতিবেদন গুলোতেও জানানো হয়েছে শাহরুখ খান ও স্ত্রী গৌরি খান কৃত্রিম বুদ্ধিমত্তার শিকার হয়েছেন। গৌরি খানের ইসলাম ধর্ম গ্রহন করার দাবিটি একদম মিথ্যা। ভাইরাল এই ছবিটি এআই নির্মিত। 

ফার্স্টপোস্ট প্রতিবেদন আর্কাইভ 

ইন্ডিয়া.কম, জি নিউজ প্রতিবেদন। 

২০০৫ সালের ‘কফি উইথ করণ’ শোতে গৌরি খান বলেছিলেন,”একটা ভারসাম্য রয়েছে। আমি শাহরুখের ধর্মকে সম্মান করি। তবে তার মানে এই নয় যে আমি ধর্ম পরিবর্তন করে মুসলিম হয়ে যাব। আমি সেটা বিশ্বাস করি না। আমি মনে করি প্রত্যেকেই একজন স্বতন্ত্র ব্যক্তি এবং তার নিজস্ব ধর্ম অনুসরণ করে। তবে অবশ্যই কোনো অসম্মান থাকা উচিত নয়। যেমন, শাহরুখও আমার ধর্মের প্রতি অসম্মান প্রদর্শন করবেন না।“ 

তারপর, আমরা ছবিটিকে এআই নির্মিত কন্টেন্ট শনাক্তকরণ টুলে (hivemoderation.com) এই ছবিটিকে আপলোড করি। যা নিশ্চিত করে ছবিটি এআই নির্মিত। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে এসেছে যে শাহরুখ পত্নী গৌরী খানের ইসলাম ধর্ম গ্রহন করার দাবিটি মিথ্যা। মক্কার সামনে তাদের ছবিটি এআই নির্মিত। 

Avatar

Title:ইসলাম ধর্ম গ্রহন করলেন শাহরুখ পত্নী গৌরী? না, ছবিটি এআই নির্মিত

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *