
সামাজিক মাধ্যম ফেসবুকে এক নারী নিগ্রহের ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, হিজাব না পরার কারণে এক আমেরিকান নারীকে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশে। পোস্টের এই ভিডিওতে এক স্বর্ণকেশী মহিলাকে রিক্সাতে এক হাতে কেক জাতীয় কিছু নিয়ে এবং অন্য হাতে মোবাইল। চলমান রাস্তার মাঝে চলমান রিক্সায় বসে থাকা মহিলাকে হেনস্থা করছেন কয়েকজন যুবক সহ ব্যাক্তি। শেষের দিকে রিক্সা থেকে নেমে পড়লেন মহিলা। ভাইরাল এই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”একজন আমেরিকান নারী হিজাব না পরার কারণে বাংলাদেশিদের দ্বারা হেনস্থা ও হয়রানির শিকার হয়েছেন। নোবেল বিজয়ী ইউনূসের নেতৃত্বে মুক্ত বাংলাদেশকে এমনই মনে হচ্ছে – একটি বিশ্বব্যাপী লজ্জা।“
তথ্য যাচাই করে আমরা পেয়েছি দাবিটি ঠিক নয়। ভিডিওর মহিলা কোন আমেরিকান মহিলা নন। তিনি বাংলাদেশের অভিনেত্রী মিষ্টি সুবাস। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জনসম্মুখে কেক কেটে উদযাপন করতে গিয়ে ক্ষিপ্ত জনতা অভিনেত্রীকে হয়রানি শিকার হয়েছিল।
আর্কাইভ
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভিডিও সম্বলিত ‘টাইমস নাও’-এর একটি ফেসবুক পোস্ট পাওয়া যায়। ১ অক্টোবর,২০২৪, তারিখে করা এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”বাংলাদেশে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করতে গিয়ে হয়রানির শিকার হয়েছেন অভিনেত্রী মিষ্টি সুবাস ও শেখ হাসিনার এক সমর্থক।“
এবিপি লাইভ-এর প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মাত্রা বৃদ্ধি পেয়েছিল, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখা গেছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে, বিক্ষোভকারীরা তার বাড়িতে হামলা চালায় এবং তাকে দেশত্যাগে বাধ্য করা হয়। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অভিনেত্রী মিষ্টি সুবাস জনসম্মুখে কেক কাটেন, যা বিরোধীদের মধ্যে ক্ষোভের জন্ম দেয়। ফলে ক্ষুব্ধ জনতা মিষ্টি সুবাসকে প্রকাশ্যে হয়রানি করে।
প্রতিবেদন | আর্কাইভ |
ইত্তেফাক ডিজিটাল-এর ইউটিউব চ্যানেলে অভিনেত্রী মিষ্টি সুভাষ কর্তৃক শেখ হাসিনার জন্মদিন পালনের দীর্ঘ ভিডিওটি পাওয়া যায়। ভিডিওতে মিষ্টি সুভাষকে মিডিয়া ও জনসাধারণের সামনে কেক কাটতে দেখা যায়। আশেপাশের শিশুরা তাকে উত্যক্ত ও হয়রানি করতে থাকে। তাকে সাবলীল বাংলা ভাষায় কথা বলতেও শোনা যায়। কেক কাটার পর তিনি একটি রিকশায় বসলেও শিশুরা তাকে বকাবকি ও হয়রানি করতে থাকে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে এসেছে যে, বাংলাদেশে আমেরিকান নারী হিজাব না পরার জন্য হেনস্থার শিকার হওয়ার দাবিটি মিথ্যা। ভিডিওতে থাকা মহিলা কোনো আমেরিকান নন, তিনি বাংলাদেশের অভিনেত্রী মিষ্টি সুবাস। শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে জনসম্মুখে কেক কাটার সময় ক্ষুব্ধ জনতার হাতে তাকে হয়রানির শিকার হতে হয়।

Title:বাংলাদেশে হিজাব না পরার কারণে আমেরিকান নারীকে জনসম্মুখে হেনস্থার শিকার? জানুন ভিডিওর সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: False