
সামাজিক মাধ্যমে মনগড়া ছবি ও আবেগপূর্ণ ক্যাপশনসহ পোস্ট প্রায়শই ভাইরাল হয়ে থাকে এবং হয়েও চলবে। এরকমই একটি ছবির কোলাজ আমাদের নজরে পড়েছে যেখানে দেখা যাচ্ছে, এক জীর্ণ ছোট্ট শিশুকে রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে পানি পান করাচ্ছেন স্বর্ণকেশী এক তরুণী। অন্য ছবিতেও একই মহিলাকে আরেক যুবকের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। এই কোলাজটি শেয়ার করে দাবি করা হচ্ছে, সেই ছোট্ট শিশুটি ১০ বছর পরে বড় হয়ে এই যুবকে পরিণত হয়েছে এবং এই পরিবর্তনের পেছনে ওই মহিলার অবদান রয়েছে।
ভাইরাল এই ফেসবুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”যত্ন আর ভালোবাসা পেলে যে কোন মানুষই চেঞ্জ হয়ে যায় ♥️✅।“
তথ্য যাচাই করে আমরা জানতে পেরেছি, কোলাজের ছোট্ট শিশুটির নাম হোপ এবং বড়ো জনের নাম প্রিন্স। মহিলার নাম আঞ্জা রিংগ্রেন লাভেন, যিনি একজন সমাজসেবক এবং আফ্রিকান চিলড্রেনস এইড এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ACAEDF)-এর সহ-প্রতিষ্ঠাতা। হোপ ও প্রিন্স দুজন ভিন্ন ব্যক্তি এবং দুজনকেই আঞ্জা রিংগ্রেন লাভেন উদ্ধার করেছেন।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, বাম দিকের ছবিকে ঘিরে বেশ কিছু সংবাদ প্রতিবেদন পাওয়া যায়। ‘ইন্ডিয়া টু’ডের প্রতিবেদন অনুযায়ী, দুই বছরের নাইজেরিয়ান ছেলেটিকে তার নিজের পরিবার পরিত্যক্ত করেছে। তাকে মরতে ছেড়ে দেওয়া হয়েছিল কারণ তার পরিবার বিশ্বাস করেছিল যে সে একজন “ডাইনি”। খবরটি ছড়িয়ে পড়লে, আফ্রিকান চিলড্রেনস এইড এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসিএইডিএফ) এর সহ-প্রতিষ্ঠাতা ডেনিশ সাহায্য কর্মী আনজা রিংগ্রেন লাভেন, ছেলেটিকে খুঁজে বের করার জন্য জানুয়ারি 2016-এ একটি উদ্ধার অভিযান শুরু করতে তৎপর হন। আঞ্জা বাচ্চাটিকে উদ্ধার করে এবং সময় সময়ে তার ছবি সোশ্যাল মিডিয়াই শেয়ার করতে থাকে।
আঞ্জা রিংগ্রেন লাভেন তার ফেসবুক প্রোফাইলে হোপ নামের ছোট্ট শিশুটিকে উদ্ধার করার বিষয়ে বেশ কয়েকটি পোস্ট করেছেন। তার ১০ বছর পূর্তিতে আঞ্জা হোপের ছোটবেলার ছবিটি শেয়ার করে জানান যে, তাকে ৭ বছর আগে উদ্ধার করা হয়েছিল।
হোপের অন্যান্য ছবি তার ইন্সতা প্রোফাইলে পাওয়া যায়।
আঞ্জা রিংগ্রেন লাভেন-এর ফেসবুক প্রোফাইল ঘাঁটতে গিয়ে কোলাজের ডান দিকের ছবিটিও পাওয়া যায়। এই ছবিটি শেয়ার করে আঞ্জা জানিয়েছেন, যুবকের নাম প্রিন্স। ২০২৩ সালের এই পোস্ট অনুযায়ী, প্রিন্সকে তিনি ১০ বছর আগে উদ্ধার করেছিলেন, তখন তার বয়স ছিল ৯ বছর।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, কোলাজের ছোট্ট শিশুটির নাম হোপ এবং বড়ো জনের নাম প্রিন্স। মহিলার নাম আঞ্জা রিংগ্রেন লাভেন। দুজন ভিন্ন যুবক এবং দুজনকেই আঞ্জা রিংগ্রেন লাভেন উদ্ধার করেছেন। আঞ্জা একজন সমাজসেবক।

Title:ছোট্ট জীর্ণ শিশুটি ১০ বছর পরে বড় হয়ে এই যুবকে পরিণত হয়েছে? জানুন ভাইরাল ছবির সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: False