
সম্প্রতি ফেসবুকে উত্তরাখণ্ডের নামী শিক্ষা প্রতিষ্ঠান দেবভূমি বিশ্ববিদ্যালয়-এর নামে একটি নোটিশ ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। ওই নোটিশটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমাবেশে যোগ দিলে শিক্ষার্থীদের ৫০ নম্বর দেওয়া হবে। ভাইরাল হওয়া নোটিশে লেখা রয়েছে,“সমস্ত B.Tech CSE ও স্পেশালাইজেশন (২য় বর্ষ) এবং BCA (২য় বর্ষ)-এর ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে তারা অবশ্যই ৯ই নভেম্বর ২০২৫, রবিবার শুক্রবারতে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকবে, যেখানে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে এক আলাপচারিতায় অংশ নেবেন। এই অনুষ্ঠানে উপস্থিতি ভারতীয় জ্ঞান পরম্পরা (Indian Knowledge System) কোর্সের অংশ হিসেবে বিবেচিত হবে এবং প্রতিটি অংশগ্রহণকারীকে ৫০টি অভ্যন্তরীণ নম্বর দেওয়া হবে। তাই যেসব প্রোগ্রামে Indian Knowledge System কোর্স রয়েছে, তাদের সকল শিক্ষার্থীর জন্য এই ইভেন্টে অংশগ্রহণ বাধ্যতামূলক।“
এই নোটিশটি শেয়ার করে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন,”দেবভূমি উত্তরাখণ্ড বিশ্ববিদ্যালয় মোদীর সমাবেশে যোগদানের জন্য নাকি ৫০ নম্বর দেবে‼️ আর মোদী মোদী বলে চিৎকার করার জন্য কত নম্বর দেবে? জানতে মন চাই 😊।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল এই দাবিটি মিথ্যা। দেবভূমি বিশ্ববিদ্যালয় এরকম কোন নোটিশ জারি করেনি।

তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভাইরাল নোটিশটি ভালো করে পর্যবেক্ষণ করি। তাতে বেশ কিছু সন্দেহজনক দিক লক্ষ্য করা যায়। যেমন, নোটিশে প্রকাশের তারিখ স্পষ্ট নয়, নোটিশের নিচে কোনো স্বাক্ষর নেই এবং বিশ্ববিদ্যালয়ের সরকারি সিলও অনুপস্থিত।
এরপর আমরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশ সেকশন ঘেঁটে দেখি, সেখানে এই নোটিশটির কোনো উল্লেখই পাওয়া যায় না।
বিশ্ববিদ্যালয়ের সামাজিক মাধ্যমের প্রোফাইলে এই নোটিশটি খুঁজতে গিয়ে এই নোটিশকে ঘিরে একটি পোস্ট পাই যার ক্যাপশনে লেখা হয়েছে,”আমাদের নজরে এসেছে যে, দেবভূমি উত্তরাখণ্ড বিশ্ববিদ্যালয়ের (DBUU) নামে একটি ভুয়া নোটিশ প্রচারিত হয়েছে, যেখানে ৯ নভেম্বর ২০২৫ তারিখে FRI-তে আসন্ন সফর উপলক্ষে নম্বর প্রদান সংক্রান্ত দাবি করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে, এই নোটিশটি সম্পূর্ণ ভুয়া এবং এটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জারি বা অনুমোদিত নয়। নোটিশটিতে কোনো সরকারি স্বাক্ষর, রেফারেন্স নম্বর বা অনুমোদনের উল্লেখও নেই। সঠিক তথ্যের জন্য অনুগ্রহ করে শুধুমাত্র দেবভূমি উত্তরাখণ্ড বিশ্ববিদ্যালয়ের সরকারি যোগাযোগ মাধ্যমগুলোর ওপর নির্ভর করুন।“
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সুভাষ গোস্বামী ‘দি ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানিয়েছেন,”সম্প্রতি দেবভূমি উত্তরাখণ্ড বিশ্ববিদ্যালয়ের নামে অজ্ঞাত প্রযুক্তিগত মাধ্যমে একটি ভুয়ো নোটিশ প্রচার করা হয়েছে। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উক্ত নোটিশটি সম্পূর্ণ ভুয়ো এবং এটি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জারি করা হয়নি। নোটিশটিতে বিশ্ববিদ্যালয়ের সরকারি লেটারহেড, রেফারেন্স নম্বর, বা কোনো অনুমোদিত কর্তৃপক্ষের স্বাক্ষর নেই এবং এটি বিশ্ববিদ্যালয়ের কোনো অনুমোদিত মাধ্যমেও প্রকাশিত হয়নি।“
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, নরেন্দ্র মোদীর সমাবেশ যোগ দিলে অতিরিক্ত নম্বর দেওয়া কেন্দ্রিক দেবভূমী বিশ্ববিদ্যালয়ের নামে ভাইরাল হওয়া নোটিশটি ভুয়ো। উত্তরাখণ্ড বিশ্ববিদ্যালয়ের নামে প্রযুক্তিগত মাধ্যমে একটি ভুয়ো নোটিশ প্রচার করা হয়েছে।
Title:মোদীর সমাবেশে যোগ দিলে ৫০ নম্বর দেওয়া হবে? জানুন ভাইরাল নোটিশটির সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: False

