
সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে বলিউড অভিনেতা সঞ্জয় মিশ্র ও অভিনেত্রী মহিলা চৌধুরীর একটি ভিডিও বিশাল ভাবে ভাইরাল হচ্ছে যেখানে দুজনকে বিয়ের সাজে ফটোগ্রাফদের সামনে পোজ দিতে দেখা যাচ্ছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তারা।
তথ্য জাচাই করে আমরা পেয়েছি তাদের বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। তাদের দ্বারা অভিনিত সিনেমা ‘দুর্লভ প্রসাদ কি দ্বিতীয় শাদি’ ছবির প্রচারণার অংশ। ছবির প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য আসল বিয়ের মতো একটি দৃশ্য তৈরি করা হয়েছিল যা মূলত প্রচারণার কৌশল হিসেবেই ব্যবহৃত হয়েছে।
https://archive.org/details/reel25569565999314009
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলে, ভাইরাল এই ভিডিওকে ঘিরে অনেক সংবাদ প্রতিবেদন পেয়ে যায়। ‘দি ইকোনমিক্স টাইমস’-এর প্রতিবেদন লেখা হয়েছে-কনে ও বর সাজে মহিমা চৌধুরী ও সঞ্জয় মিশ্রর ভাইরাল ছবি বিয়ের গুজব ছড়িয়েছে। কিন্তু এই ছবিগুলো তাঁদের নতুন সিনেমা ‘দুর্লভ প্রসাদ কি দ্বিতীয় শাদি’র প্রচারের জন্য তোলা হয়েছে। ছবির নির্মাতারা বিয়ের থিমে একটি মোশন পোস্টারও প্রকাশ করেছেন। ছবিটি খুব শীঘ্রই মুক্তি পাবে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনেও জানানো হয়েছে- মহিমা চৌধুরী ও সঞ্জয় মিশ্র বিয়ে করেননি। ভাইরাল ভিডিওটি তাঁদের নতুন রোমান্টিক কমেডি ‘দুর্লভ প্রসাদ কি দ্বিতীয় শাদি’র প্রচারের অংশ, যা আসল বিয়ের মতো করে প্রদর্শিত করা হয়েছে দর্শকদের আকর্ষণ করার জন্য।

বলিউডের সমস্ত খবর কেন্দ্রিক প্লাটফর্ম ‘জুম’-এর ইউটিউব চ্যানেলেও এই ভিডিও প্রচার করে এটিকে তাঁদের নতুন রোমান্টিক কমেডি ‘দুর্লভ প্রসাদ কি দ্বিতীয় শাদি’র প্রচারের অংশ বলে জানানো হয়েছে।
অভিনেতা সঞ্জয় মিশ্র তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে ‘দুর্লভ প্রসাদ কি দ্বিতীয় শাদি’ ছবির পোস্টার শেয়ার করেছেন এবং সেই পোস্টারে মহিমা চৌধুরীর ছবিও দেখা যাচ্ছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, অভিনেতা সঞ্জয় মিশ্র ও অভিনেত্রী মহিমা চৌধুরীর বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভিডিওটি তাদের অভিনীত সিনেমা ‘দুর্লভ প্রসাদ কি দ্বিতীয় শাদি’এর প্রচারণার অংশ। ছবির প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য আসল বিয়ের মতো একটি দৃশ্য তৈরি করা হয়েছিল যা প্রচারণার কৌশল হিসেবে ব্যবহৃত হয়েছে।
Title:অভিনেতা সঞ্জয় মিশ্র ও অভিনেত্রী মহিমা চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন? জানুন ভিডিওটির সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: False

