দিল্লীতে বিজেপির বিজয়ের পর প্রথমবার যমুনা আরতি শুরু হয়েছে? জানুন ভাইরাল দাবির সত্যতা 

Misleading Social

বিজেপির দিল্লী বিধানসভা নির্বাচনে বিজয়ের পর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যেখানে যমুনা আরতির দৃশ্য দেখানো হচ্ছে। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”দিল্লীতে বিজেপি সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই কাশ্মীরি গেটে অবস্থিত যমুনা ঘাটে মা যমুনার আরতি শুরু হয়েছে😍 এটি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প, যা তিনি যমুনা নদীর তীরের আকারে পূরণ করবেন। জয় মা যমুনা🚩🙏।“ 

ভিডিওতে দেখা যাচ্ছে, নদীর তীরে একটি বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেখানে বহু মানুষ অংশ নিয়েছেন এবং আরতির মাধ্যমে যমুনা নদীর প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি বিভ্রান্তিকর। ২০২৪ সালের মার্চ মাস থেকে দিল্লীর বাসুদেব ঘাটে নিয়মিতভাবে যমুনা আরতি হচ্ছে। ২০১৫ সালে প্রথম আরবিন্দ কেজরীবাল যমুনা আরতির আয়োজন করেছিলেন। তাই, এটি নতুন কোনো ঘটনা নয় বরং একটি পুরানো প্রচলন যা সম্প্রতি আবার মিডিয়ায় আলোচনায় এসেছে।

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ফলে,২৬ মারচ,২০২৪, তারিখে পোস্ট করা একটি ইনস্টাগ্রাম পোস্ট পাই যার ক্যাপশনে জানানো হয়েছে যে দিল্লীতে বাসুদেব ঘাটে যমুনা আরতির দৃশ্য। 

যা থেকে প্রাথমিক ধারনা হয় যে, দিল্লী তে যমুনা নদীর আরতির প্রচলন আগে থেকেই রয়েছে। 

এই সম্পর্কে আরও জানতে গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে ‘লাইভ হিন্দুস্তান’ ও ‘জাগরন’-এর প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদন গুলো অনুযায়ী, ২০২৪ সালের ১২ মার্চ তারিখ থেকে দিল্লীর বাসুদেব ঘাটে যমুনা আরতি শুরু হয়েছে। উদ্বোধন করেছিলেন লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা। এটি যমুনার পশ্চিম তীরে যমুনা ঘাট এবং নিগম বোধ ঘাটের মধ্যে অবস্থিত। 

আমরা আর একটি ভিডিও পেয়েছি যেখানে আমাদের সংশ্লিষ্ট ফেসবুক ভিডিওর মতোই দৃশ্য দেখা যায়। ভিডিওটির অনুযায়ী, দিল্লীর কাশ্মীরি গেটের কাছে অবস্থিত বাসুদেব ঘাটে প্রতি মঙ্গলবার এবং রবিবার সন্ধ্যা ৬:৩০ টায় যমুনা আরতি অনুষ্ঠিত হয়। একই তথ্য নিউজ২৪-এর প্রতিবেদন থেকেও পাওয়া যায়। 

গুগল ম্যাপ্স এবং উপরোক্ত ভিডিওর তুলনামূলক ফ্রেম নিশ্চিত করে ভিডিওটিতে দেখতে পাওয়া আরতির অনুষ্ঠানটি দিল্লীর বাসুদেব ঘাটে যমুনা আরতির। 

দি ইকোনমিক্স তাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, তৎকালীন দিল্লী সরকার ১৩ নভেম্বর ২০১৫-এ প্রথম যমুনা আরতি করার পরিকল্পনা করেছিল।

প্রতিবেদন আর্কাইভ 

আমরা আম আদমি পার্টির অফিশিয়াল ফেসবুক পেজে ১৩ নভেম্বর,২০১৫, তারিখের একটি পোস্ট পায়। পোস্ট অনুযায়ী, তৎকালীন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ১৩ নভেম্বর ২০১৫-এ গীতা ঘাটে প্রথম যমুনা আরতি আয়োজন এবং পরিচালনা করেছিলেন। 

সেই সময়ের একটি ভিডিও উপস্থাপন দেখুন নীচেঃ 

উপরোক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, যমুনা আরতি ২০২৪ সাল থেকে দিল্লীর বাসুদেব ঘাটে নিয়মিতভাবে অনুষ্ঠিত হচ্ছে। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, যমুনা আরতি সম্প্রতি দিল্লী নির্বাচনে বিজেপির বিজয়ের পর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়নি। ২০২৪ সালের মার্চ মাস থেকে দিল্লী র বাসুদেব ঘাটে নিয়মিতভাবে যমুনা আরতি হচ্ছে। ২০১৫ সালে প্রথম আরবিন্দ কেজরীবাল যমুনা আরতির আয়োজন করেছিলেন। এটি নতুন কোনো ঘটনা নয় বরং একটি পুরানো প্রচলন যা সম্প্রতি আবার মিডিয়ায় আলোচনায় এসেছে। 

Avatar

Title:দিল্লীতে বিজেপির বিজয়ের পর প্রথমবার যমুনা আরতি শুরু হয়েছে? জানুন ভাইরাল দাবির সত্যতা

Fact Check By: Nasim Akhtar 

Result: Misleading


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *