
পশ্চিমবঙ্গে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বাসস্থান এবং তাদের ভোটার অধিকার নিয়ে মাঝে মাঝে রাজনীতিতে আলোচনা শুরু হয়ে থাকে। ৪ নভেম্বর থেকে রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া (এসআইআর) শুরু হয়েছে। তার পর থেকেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে বিশাল সংখ্যক মানুষের ভিড় নদীর ধারে নৌকা ধরার হিড়িক দেখানো হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে, এসআইআর এর ভয়ে অবৈধঅনুপ্রবেশ কারীরা দেশ ছেড়ে পালানোর হিড়িক লাগিয়েছে। ভিডিওটি বসিরহাটের স্বরূনগর বর্ডার এলাকার।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”SIR যদি সঠিক ভাবে হয়, অর্ধেক বাংলা এমনি ফাঁকা হয়ে যাবে। বসিরহাটের স্বরূনগর বর্ডার এলাকার বর্তমান অবস্থা। #SIR #highlight #WestBengal।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি এটি বাংলাদেশের মোংলা ফেরি ঘাটের দৃশ্য। ভিডিওটি পশ্চিমবঙ্গে এসআইআর এর সাথে সম্পর্কিত নয়।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একই রকমের একটি ভিডিও চালনা প্রতিদিন’ নামের এক ফেসবুক পেজে পাওয়া যায়। ১ অক্টোবরে পোস্ট করা এই ভিডিওতে এটিকে বাংলাদেশের মোংলা ফেরিঘাটের বলে চিহ্নিত করা হয়েছে।
এই তথ্য মাথায় রেখে গুগল সার্চের মাধ্যমে বাংলাদেশের মোংলায় অবস্থিত এই ফেরিঘাটের বেশ কিছু ভিডিও আমরা পেয়ে যায়।
ভিডিওগুলো ভালো করে পর্যবেক্ষণ করে দেখা যায়, ভুয়ো দাবি করে শেয়ার করা ভিডিওটি এবং মোংলা ফেরিঘাটের ভিডিওর অনেক মিল রয়েছে এবং যা আমাদের নিশ্চিত করে ভিডিওটি পশ্চিমবঙ্গের নয় বরং বাংলাদেশের মোংলা ফেরিঘাটের।

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের ভিত্তিতে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বাংলাদেশের মোংলা ফেরিঘাটের দৃশ্যকে ভুলভাবে পশ্চিমবঙ্গে চলমান এসআইআর-এর প্রেক্ষাপটে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের পালিয়ে যাওয়ার দৃশ্য দাবি করে শেয়ার করা হচ্ছে।
Title:বাংলাদেশের মোংলা ফেরিঘাটের ভিড়কে ভুলভাবে বসিরহাটের দৃশ্য বলে এসআইআর প্রেক্ষিতে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False

