
২৭ সেপ্টেম্বরে ইসরায়েলের বিমান হামলায় মৃত্যু হয়েছে ইরানের প্রধান আঞ্চলিক মিত্র লেবাননের জঙ্গি সংগঠনের প্রধান হাসান নাসারাল্লাহ সহ অন্তত সাতজন উচ্চ পদস্থ হিজবুল্লাহ কমান্ডার ও কর্মকর্তা। তারপর, ১ অক্টোবরে ইরান থেকে ইসরায়েলের রাজধানী তেল আবিব ওপর ১০০ এর বেশি রকেট ছোড়া হয়। এই আবহে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, ইরানের হামলা থেকে রক্ষা পেতে বাঙ্কারে ভেতরে দৌড়াচ্ছেন তিনি। ১১ সেকেন্ডের এই ভিডিও ক্লিপে বেঞ্জামিন নেতানিয়াহুর মতই এক ব্যাক্তিকে বিল্ডিং করিডোরে ছুটতে দেখা যাচ্ছে।
ফেসুক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” ইরানের হামলার সময়🔥 ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রাণ বাঁচাতে ছুটছেন…😃 কত দিন লুকিয়ে থাকবা বাঙ্কারে।“
তথ্য যাচাই করে দেখতে পেয়েছি দাবিটি মিথ্যা। বেঞ্জামিন নেতানিয়াহুর দৌড়ানোর এই ভিডিওটি ২০২১ সালের অর্থাৎ পুরনো একটি ভিডিওকে সাম্প্রতিক ইরান-ইসরায়েল সংঘর্ষের আবহে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিদিওর কি ফ্রেম্ গুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই ভিডিওটি ইসরায়েল প্রধানমন্ত্রীর এক্স প্রোফাইলে পাওয়া যায়। ১৪ দিসেম্বর,২০২১, তারিখে করা এই পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,” আমি সবসময় আপনার জন্য দৌড়াতে গর্বিত। এটি নেসেটে আধা ঘন্টা আগে নেওয়া হয়েছিল।“
নেসেট হল ইসরায়েলের এককক্ষ বিশিষ্ট আইনসভা। নেসেট সমস্ত আইন পাস করে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নির্বাচন করে, মন্ত্রিসভা অনুমোদন করে এবং অন্যান্য বিষয়গুলির মধ্যে সরকারের কাজ তদারকি করে। উপরন্তু, নেসেট রাজ্য নিয়ন্ত্রক নির্বাচন করে।
হিব্রু সংবাদ প্রতিবেদন অনুযায়ী সেই সময়ে বিরোধী দলের প্রধান নেতানিয়াহু প্লেনামে ভোট দেওয়ার জন্য তার নেসেট অফিস থেকে ছুটে গিয়েছিলেন।
নিষ্কর্ষঃ
তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় বেঞ্জামিন নেতানিয়াহু একটি বাঙ্কারে ছুটে যাওয়ার দাবিটি ভুয়ো। ভিডিওটি ২০২১ সালের। তৎকালীন সময়ের নির্বাচনে সময়মত ভোট দেওয়ার জন্য ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের করিডোর দিয়ে ছুটেছিলেন তিনি।

Title:ইসরায়েলের সংসদ ভবনের করিডরে বেঞ্জামিন নেতানিয়াহুর দৌড়ানোর পুরনো ভিডিওকে সাম্প্রতিক ইরান হামলার সাথে জুড়ে শেয়ার
Written By: Nasim AResult: False