
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই সামাজিক মাধ্যমে অপ্রাসঙ্গিক ভিডিওর ঢল নেমেছে। সম্প্রতি একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, এটি পহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পাকিস্তানে পাল্টা আক্রমণের দৃশ্য। ভিডিওটিতে দেখা যাচ্ছে, সেনাবাহিনীর ঘাঁটি থেকে গোলাবর্ষণ করা হচ্ছে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”ভারতীয় সেনাবাহিনীর এক্সন শুরু হয়ে গেছে।। “তাট্টা পানি সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর পাল্টা গুলিবর্ষনের পর কমপক্ষে 12 জন পাকিস্তানি সেনা নিহত, 3 টি পোস্ট এবং 2 টি আর্টিলারি অবস্থান ধ্বংস এবং হেভি আর্টিলারি এবং মর্টার শেলিং করা হচ্ছে । এই পাকিস্তান গাঁজার মতো ধ্বংস না হওয়া অবদি শান্তি নাই । #pehelgram #Kashmir #hindunidhon।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি সাম্প্রতিক পহলগামে সন্ত্রাসী হামলার সাথে সম্পর্কিত নয়। ভিডিওটি ২০২০ সালের। সেই সময় কাশ্মীরের পুঞ্চে পাকিস্তান পুঞ্চে যুদ্ধবিরতির লঙ্ঘন করেছিল এবং তার পাল্টা আক্রমনে ভারতীয় সেনাবাহিনী কামান দাগা শুরু করেছিল।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেম্ গুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই ভিডিওটি ‘IAF Garud’ ও ‘Indian Army – भारतीय रक्षक’ নামক দুই ফেসবুক পেজে পাওয়া যায়। ভিডিও গুলো ১৫ এপ্রিল, ২০২০ এবং ১ মে, ২০২০ তারিখে পোস্ট করা হয়েছিল।
তারপর, আরও অনুসন্ধানের পর সংশ্লিষ্ট এই ভিডিওকে ঘিরে সংবাদ মাধ্যমে ‘রিপাবলিক ভিডিও’র একটি সংবাদ উপস্থাপন পাওয়া যায়। ১৪ জুন,২০২০, তারিখের এই সংবাদ উপস্থাপনের শিরোনামে লেখা হয়েছে,”পাকিস্তান পুঞ্চে যুদ্ধবিরতির লঙ্ঘন করেছে, সেনাবাহিনী দিচ্ছে উপযুক্ত জবাব।“
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, সৈন্য ঘাঁটি থেকে গোলাবর্ষণের এই ভিডিওটি সাম্প্রতিক পহেলগামে সন্ত্রাসী হামলার সঙ্গে সংশ্লিষ্ট নয়। ভিডিওটি ২০২০ সালের।

Title:সাম্প্রতিক পহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে ভারতীয় সেনাবাহিনীর গোলাবর্ষণের একটি পুরানো ভিডিও শেয়ার
Written By: Nasim AkhtarResult: Missing Context