না, ভিডিওটিতে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার দৃশ্য প্রদর্শিত হচ্ছে না। 

False Social

আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রেক্ষাপটে সামাজিক মাধ্যমে অনেক অপ্রাসঙ্গিক ছবি ও ভিডিও শেয়ার করা হচ্ছে। আমাদের নজরে আসা একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে সেটি আহমেদাবাদ বিমান দুর্ঘটনার দৃশ্য। ভিডিওটি একটি সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে পার্কিং স্পটের পাশে একটি বিশাল বিস্ফোরণ ঘটে এবং ধুলোর ঘূর্ণিতে চারপাশ ঢেকে যায়। পরক্ষণেই দেখা যায় ভবনের ভিতরও ধসে পড়ছে। 

ভিডিওর উপরে লেখা হয়েছে- হসপিটালের ছাদে পড়েছিল বিমান, ভিতরের ফুটেজ দেখুন। আহমেদাবাদ হসপিটালের ভেতরের সিসিটিভি ফুটেজ। 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি আসলে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লেবাননের শেখ রাগেব হারব ইউনিভার্সিটি হাসপাতালে হওয়া একটি বিস্ফোরণের দৃশ্য।  

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিদিওতিকে ভালো করে পর্যবেক্ষণ করি। ভিডিওর নীচের ডান কোনে লেখা রয়েছে ‘Sheikh Ragheb Harb Hospital’ এবং পাশেই রয়েছে সামাজিক মাধ্যমগুলোর লোগো এবং উপরের বাম কোনে রয়েছে ‘srhuhospital’ । গুগল সার্চের মাধ্যমে জানতে পারি, ‘Sheikh Ragheb Harb Hospital’ লেবাননের নাবাতিয়েহে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয় হাসপাতাল। এই হাসপাতালের ইন্সটাগ্রাম প্রোফাইলটি খুজে বের করি এবং সেখানে এই সংশ্লিষ্ট ভিডিওটি খুজে দেখার চেষ্টা করি এবং পেয়েও যায়। ভিডিওটি ৫ ফেব্রুয়ারি,২০২৫, তারিখে পোস্ট করা হয়েছে। 

প্রসঙ্গত, আহমেদাবাদ বিমান দুর্ঘটনা ঘটেছে ১২ জুনে। অর্থাৎ, ভাইরাল এই ভিডিওটি আহমেদাবাদ বিমান দুর্ঘটনার সাথে সম্পর্কিত নয়। 

https://www.instagram.com/reel/DFsuBa4MU1D/?utm_source=ig_web_copy_link

প্যালেস্তাইন ভিত্তিক সংবাদ মাধ্যম ‘কুদস নিউজ নেটওয়ার্ক’-এর এক্স প্রোফাইল থেকে এই ভিডিওটি ৬ ফেব্রুয়ারি,২০২৫, তারিখে পোস্ট করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে,”লেবাননে আগ্রাসনের সময় তূল শহরে শেখ রাগেব হারব হাসপাতালের ওপর দখলদারদের বোমা হামলার দৃশ্যের ফুটেজ।“ 

নিষ্কর্ষঃ  তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওটি আহমেদাবাদ বিমান দুর্ঘটনার সাথে সম্পর্কিত নয়। ভিডিওটি আসলে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে লেবাননের শেখ রাগেব হারব ইউনিভার্সিটি হাসপাতালে হওয়া একটি বিস্ফোরণের দৃশ্য। 

Avatar

Title:না, ভিডিওটিতে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার দৃশ্য প্রদর্শিত হচ্ছে না।

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *