
সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে সেটিকে সম্প্রতির ঘটনা দাবি করে লেখা হচ্ছে যে, “উত্তরপ্রদেশে রাজ্য দপ্তরে গেটের সামনে একটি মহিলা বিচার না পাওয়ার কারণে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে কী অবস্থা সমাজের 😑।“ ১ মিনিট ৩০ সেকেন্ডের এই ভিডিওটিতে দেখা যাচ্ছে, একটি বড় গেটের সামনে একজন মহিলা নিজের গায়ে কিছু দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিচ্ছেন। সঙ্গে সঙ্গেই সেখানে উপস্থিত পুলিশ সদস্যরা দ্রুত ছুটে এসে তার আগুন নেভানোর চেষ্টা করছেন। ভিডিওটির দৈর্ঘ্য এক মিনিট ৩০ সেকেন্ড।
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে, ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং ২০২০ সালের অর্থাৎ ৫ বছর পুরনো।
তথ্য যাচাইঃ
ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করতেই ভিডিওকে ঘিরে মুখ্যধারার সংবাদ প্রতিবেদন পেয়ে যায়। ২০২০ সালের ১৩ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, ভিডিওর মহিলার নাম অঞ্জনা তিওয়ারি, বয়স ৩৫ বছর। তিনি মহারাজগঞ্জের বাসিন্দা ছিলেন। অঞ্জনা তিওয়ারি, যিনি তাঁর প্রাক্তন স্বামী আখিলেশ তিওয়ারির সঙ্গে তালাকের পর আসিফের প্রেমে পড়েন এবং ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে নাম রেখেছিলেন আইশা এবং আসিফকে বিয়ে করেন। বিয়ের পর কাজের সুত্রে আসিফ সৌদি আরব যান এবং পর থেকে আসিফের পরিবার তাঁকে নিয়মিতভাবে হয়রানি করছিল। নির্যাতনে অতিষ্ঠ হয়ে মহিলা বিধানসভার সামনে দাহ্য পদার্থ ঢেলে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আশঙ্কাজনক অবস্থায় লখনউয়ের সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।
প্রতিবেদন | আর্কাইভ |
‘National herald india’-এর প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় মহিলা ৮৫ শতাংশেরও বেশি দগ্ধ হয়েছিলেন এবং বুধবার রাতে অর্থাৎ ১৪ অক্টোবর রাতে তিনি মৃত্যুর কাছে হার মানেন। লখনউ পুলিশ রাজস্থানের প্রাক্তন রাজ্যপাল সুখদেব প্রসাদের পুত্র, কংগ্রেস নেতা অলোক প্রসাদকে গ্রেফতার করেছিল। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যে তিনি অঞ্জনা নামক এই মহিলাকে আত্মদাহ করতে প্ররোচিত করেছিলেন।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, উত্তরপ্রদেশে রাজ্য দপ্তরে গেটের সামনে এক মহিলার নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করার ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়, বরং ২০২০ সালের।

Title:উত্তরপ্রদেশ বিধানসভার সামনে মহিলার আত্মহত্যার চেষ্টার পুরোনো ভিডিও সাম্প্রতিক ঘটনা বলে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: Missing Context