
ভারতের ‘মিনি সুইজারল্যান্ড’ খ্যাত পহেলগামে পাকিস্তানি জঙ্গিদের নির্মম সন্ত্রাসী হামলার পর থেকেই সারা দেশে প্রতিবাদের ঝড় ওঠে। বহু ভারতীয়ই দাবি তোলেন যে, এরকম ঘটনার পর আর কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে খেলাধুলায় অংশ নেওয়া উচিত নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সময় বলেছিলেন, “একইসাথে জল ও রক্ত প্রবাহিত হতে পারে না।‘ এই আবহেই শুরু হয়েছে এশিয়া কাপ। দেশজুড়ে ওঠে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ডাক। অনেক বিজেপি নেতা ও বিরোধী রাজনীতিকরাও এই বয়কট আন্দোলনে সমর্থন জানিয়ে বক্তব্য রেখেছেন। এই সার্বিক পরিস্থিতির মধ্যেই সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে—গৃহমন্ত্রী অমিত শাহের পুত্র ও আইসিসি চেয়ারম্যান জয় শাহ, কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এবং পাকিস্তানের সাবেক ক্রিকেটার শাহিদ আফ্রিদি একইসঙ্গে বসে ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ উপভোগ করছেন। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে তাঁরা নাকি এশিয়া কাপ ২০২৫‑এর ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখেছেন।
ভিডিওটি শেয়ার করে ফেসবুক ইউজার ক্যাপশনে লিখেছনে,”অনুরাগ ঠাকুর, জয় শাহ এবং শহীদ আফ্রিদি স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ দেখছেন, যেন স্কুলের বন্ধুরা। কিন্তু কিছু দেশপ্রেমিক পাকিস্তানের বিরুদ্ধে খেলা বয়কট করতে চান।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। ভিডিওটি এশিয়া কাপ ২০২৫-এ অনুষ্ঠিত ভারত বনাম পাকিস্তান ম্যাচের নয়। ভিডিওটি আসলে ২৩ ফেব্রুয়ারি ২০২৫-এ দুবাইয়ে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর একটি ম্যাচের, যেখানে ভারত ও পাকিস্তান মুখোমুখি হয়েছিল।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিকে ভালো করে পর্যবেক্ষণ করি। ভিডিওতে দেখা যাচ্ছে স্টেডিয়ামের এক ব্যানারে লেখা রয়েছে ‘ICC Champions Trophy 2025’। যা থেকে ধারনা হয় যে, ভিডিওটি বর্তমানে চলমান এশিয়া কাপ ২০২৫ এর সাথে সম্পর্কিত নয়।

তারপর আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি এবং দেখতে পাই যে একই ভিডিও ২৬ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে বেশ কিছু ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রাম প্রোফাইলে পোস্ট করা হয়েছে। এসব পোস্টের ক্যাপশনে ব্যবহৃত হ্যাশট্যাগের মাধ্যমে নিশ্চিতভাবে উল্লেখ করা হয়েছে যে, এটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ ভারত বনাম পাকিস্তান ম্যাচের ভিডিও।

সংবাদ প্রতিবেদন থেকেও নিশ্চিত হওয়া যায় যে, জয় শাহ ও অনুরাগ ঠাকুরকে শহীদ আফ্রিদির সঙ্গে একসাথে বসে ক্রিকেট ম্যাচ উপভোগ করতে দেখা যাওয়া ভিডিওটি এশিয়া কাপ ২০২৫-এর সঙ্গে সম্পর্কিত নয়। এটি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ভিডিও, যা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন ধারণ করা হয়েছিল।

নিষ্কর্ষঃ
তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, জয় শাহ ও অনুরাগ ঠাকুরকে শাহীদ আফ্রিদির সঙ্গে একসাথে বসে ক্রিকেট ম্যাচ উপভোগ করতে দেখা যাওয়া ভিডিওটি এশিয়া কাপ ২০২৫-এর সঙ্গে সম্পর্কিত নয়। এটি আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর ভিডিও যা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন ধারণ করা হয়েছিল।

Title:অনুরাগ ঠাকুর, শহীদ আফ্রিদি ও জয় শাহের একসঙ্গে চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর ম্যাচ উপভোগ করার পুরনো ভিডিও এশিয়া কাপ ২০২৫-এর নামে শেয়ার
Fact Check By: Nasim AResult: False