পুলিশ কর্মীকে মারধরকারী ব্যক্তি টি এম সি বিধায়ক নন, উত্তরপ্রদেশের প্রাক্তন বিজেপি কাউন্সিলর 

False Political

সম্প্রতি যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ব্যক্তি কর্তৃক এক পুলিশ কর্মীকে নির্মমভাবে মারের একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, সাদা জামা পরিহিত ব্যক্তি টি এম সি বিধায়ক মনসুর মহম্মদ দিমির। ৩২ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি ঘরে সাদা জামা পরিহিত একজন লোক পুলিশের উর্দি পরা অন্য একজন লোককে মারধর করছে। ঘরেই উপস্থিত একজন মহিলাকে বাইরে বের করে নিয়ে যাচ্ছে অন্য একজন।

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”টি.এম.ছি দাদাগিরি দেখুন….. বাংলার বিধায়ক মনসুর মহম্মদ দিমিরকে দেখুন। পুলিশের ইউনিফর্মে কর্তব্যরত পুলিশের এই যখন অবস্থা, তখন বাঙালির কী অবস্থা হবে ? দলদাস পুলিশ Mamata Banerjee চটি চাটা বন্ধ না করলে এমন দৃশ্য আরো দেখতে পাবেন।।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি যে, বিজেপি কাউন্সিলর মনিশ কুমারের একজন পুলিশ কর্মীকে মারধরের পুরনো ভিডিওকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট, ফেসবুক পোস্ট,ফেসবুক পোস্ট,  

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটিরকী-ফ্রেম গুলোকে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরূপ, মুখ্যধারার সংবাদমাধ্যম ‘এনডি টিভি’-এর ২০১৮ সালের ২০ অক্টোবর তারিখের একটি প্রতিবেদনে এর অনুসন্ধান পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি উত্তরপ্রদেশের মেরঠ শহরের। দশেরা উপলক্ষে মহিউদ্দিনপুর থানার সাব ইনস্পেক্টর সুখপাল সিং তার আইনজীবী মহিলা বন্ধুর সাথে মদ্যপ অবস্থায় নৈশভোজ করতে একটি হোটেলে যান। ওই হোটেলের মালিক ছিলেন বিজেপি কাউন্সিলর মণীশ কুমার। খাবার পরিবেশন করতে দেরি হওয়ায়, হোটেলের কর্মীদের সাথে বচসা শুরু করেন সুখপাল সিং। বচসার জেরেই মালিক মণীশ কুমার পুলিশকর্মীকে মারধর করতে শুরু করেন। ঘটনার পরে, কাউন্সিলারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় এবং তাকে গ্রেফতার করা হয়। 

প্রতিবেদন আর্কাইভ 

সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (ANI)-এর অফিসিয়াল এক্স হ্যান্ডলে ২০১৮ সালের ২০ অক্টোবর ভাইরাল এই ভিডিওটি পোস্ট করা হয়। এক্স পোস্টের ক্যাপশনে লেখা হয়, “সাব ইনস্পেক্টর তার মহিলা আইনজীবীর সাথে বিজেপি কাউন্সিলর মণীশের হোটেলে যান। ওয়েটারের সাথে তার তর্ক শুরু হয়। বিজেপি কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে।“ 

https://archive.ph/z6MKF

অন্যান্য সংবাদ প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। ভিডিওটি ২০১৮ সালের। মারধরকারী ব্যক্তি তৎকালীন মেরঠ এর বিজেপি কাউন্সিলর মণীশ কুমার। 

তাছাড়া, আমরা পশ্চিমবঙ্গের বিধানসভার বিধায়কের তালিকায় মনসুর মহম্মদ দিমির নামের কোন বিধায়ককে খুঁজে পাইনা। 

এর আগে, এই একই ভিডিও বিজেপি বিধায়ক অনিল মুখোপাধ্যায়-এর নামে সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছিল। সেই সময় উত্তরপ্রদেশ পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে সেই দাবিকে খণ্ডন করে জানানো হয়েছিল ভিডিওটি ২০১৮ সালের এবং সেই ঘটনার সাথে যুক্ত ৪ জনের বিরুদ্ধে যথাযথ আইনি ধারা মামলা দায়ের করা হয়েছিল।

সেই সময়েও আমরা সেই দাবির সত্যতা যাচাই করে আমরা প্রতিবেদন প্রকাশ করেছিলেন। পড়ুন এখানে।  

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, টি এম সি বিধায়ক মনসুর মহম্মদ দিমির কর্তৃক পুলিশ কর্মীকে মারধরের দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভিডিওটি ২০১৮ সালের। ভিডিওতে মারধরকারী ব্যক্তি মেরঠের তৎকালীন বিজেপি কাউন্সিলর মণীশ কুমার। 

Avatar

Title:পুলিশ কর্মীকে মারধরকারী ব্যক্তি টি এম সি বিধায়ক নন, উত্তরপ্রদেশের প্রাক্তন বিজেপি কাউন্সিলর

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *