
পহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানে এবং পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জায়গায় জঙ্গি পরিকাঠামো লক্ষ্য করে ‘প্রিসিশন স্ট্রাইক’ করেছে ভারতীয় সৈন্য। যে সব জায়গায় বসে ভারতে সন্ত্রাসবাদী হানার পরিকল্পনা হয়েছিল এবং নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানেই ভারত আঘাত হেনেছে বলে মন্ত্রক বিবৃতিতে জানানো হয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনসের ডিরেক্টর জেনারেল সাংবাদিক বৈঠক করে জানিয়েছে, এই হামলায় আট জনের মৃত্যু হয়েছে। এই সার্বিক পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও শেয়ার সেটিকে ভারতের মিশাইল হামলার ভিডিও দাবি করা হচ্ছে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”যুদ্ধ শুরু ‘অপারেশন সিন্দুর’ । এই মূহুর্তে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত মোট ৯টি স্থানে ইন্ডিয়ান আর্মি মিসাইল হামলা করেছে, যেখান থেকে ভারতের উপর হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হচ্ছিল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জবাব, জয়হিন্দ।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো ও বিভ্রান্তিকর। ভিডিওটি পুরনো এবং এটি ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে ইরানের হামলার দৃশ্য দেখায়।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই ভিডিওটি ‘DD India’-এর ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ভিডিওটি ২ অক্টোবর, ২০২৪, তারিখে আপলোড করা হয়েছে এবং জানানো হয়েছে-ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের নেগেভ মরুভূমিতে অবস্থিত নেভাতিম বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
ইরানি কনস্যুলেটে দামাস্কাসে হামলার প্রতিশোধ হিসেবে ১ অক্টোবর ইরান ইসরায়েলের ওপর প্রায় ২০০টি মিসাইল নিক্ষেপ করেছিল। নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাহদ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল ভিডিওটির সঙ্গে ‘অপারেশন সিন্দুর’-এর কোনো সম্পর্ক নেই। এটি একটি পুরনো ভিডিও, যেখানে ইরান ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছিল।

Title:ইসরায়েলি বিমানঘাঁটিতে ইরানের বোমা হামলার ভিডিওকে ‘অপারেশন সিন্দুর’-এর দাবি করে শেয়ার
Fact Check By: Nasim AkhtarResult: False