দিল্লির কালকাজি মন্দিরের সেবাদারের উপর হামলাকারীরা মুসলিম নন, বরং হিন্দু সম্প্রদায়েরই

Communal False

৩০ আগস্টে দিল্লির বিখ্যাত কালকাজি মন্দির চত্বরে মন্দিরের সেবাদার যোগেন্দ্র সিং-এর নৃশংস হত্যার সিসিটিভি ফুটেজের চর্চা সারা দেশ জুড়ে চলছে। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সরব হয়েছে দেশবাসী। এই ঘটনার ফুটেজটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, মন্দিরের সেবাদারের উপর হামলাকারীরা হলেন মুসলিম সম্প্রদায়ের। 

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”দিল্লি জিহাদীরা কালকাজি মন্দিরে পূজারী কে পিটিয়ে হত্যা করলো দিল্লিতে ভয়াবহ ঘটনা‼️ কালকাজি মন্দিরের সেবায়েত যোগেন্দ্র সিংকে নির্মমভাবে পিটিয়ে হত্যা এদের মতো রাক্ষসের সাথে পৃথিবীর কোনো সভ্য জাতি থাকতে পারবে না,, এরা সবাই কে হত্যা করবে ,,, একমাত্র মুসলিম মুক্ত পৃথিবী না হলে শান্তি নেই।“ 

তথ্য যাচাই করে আমরা নিশ্চিত হয়েছি যে, নৃশংস এই হত্যাকাণ্ডের সঙ্গে কোনো সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা নেই। হামলাকারীরা মুসলিম নয়, হিন্দু সম্প্রদায়ের। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ  

গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে সংবাদ প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায় যে, পোস্টের ভিডিও ফুটেজটি দিল্লির কালকাজি মন্দিরের সেবাদারকে হত্যার সাথে সম্পর্কিত। মৃত সেবাদারের নাম যোগেন্দ্র সিং। 

ঘটনার সূত্রপাত হয় ‘চুন্নি প্রসাদ বিতরণের সময়, যখন অভিযুক্তরা প্রসাদ আগে নিতে চাইলে সেবাদার তাঁদের কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। এই অনুরোধেই ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা লোহার রড ও লাঠি নিয়ে যোগেন্দ্রের ওপর হামলা চালায়। 

প্রতিবেদন আর্কাইভ 

ওই মন্দিরের আরেক সেবাদার রাজু জানিয়েছেন, এই ঘটনার পেছনে প্রকৃত কারণ ছিল প্রসাদ বিতরণ নিয়ে বিরোধ।

আরও দেখুনঃ 

এখন পর্যন্ত দিল্লি পুলিশ প্রাথমিক তদন্তের পর মোট ৯ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং তাদের নামগুলো হল- কুলদীপ বিধুরি, সন্দীপ বিধুরি, মনু কঙ্গার, রোহিত বিধুরি, মোহন বিধুরি ওরফে ভুরা, অতুল পাণ্ডে, নিতিন পাণ্ডে, অনিল কুমার, ও নিতিনের বাবা বাবু। ধৃত অভিযুক্তরা সকলেই হিন্দু সম্প্রদায়ের। 

প্রতিবেদন আর্কাইভ 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, কালকাজি মন্দিরের সেবাদারকে মুসলিম সম্প্রদায়ের লোকদের দ্বারা হামলার যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। অভিযুক্তরা সকলেই স্থানীয় হিন্দু পরিবারভুক্ত এবং এই হত্যাকাণ্ডের পেছনে কোনো সাম্প্রদায়িক উদ্দেশ্য নেই। 

Avatar

Title:দিল্লির কালকাজি মন্দিরের সেবাদারের উপর হামলাকারীরা মুসলিম নন, বরং হিন্দু সম্প্রদায়েরই

Fact Check By: Nasim Akhtar 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *