কুম্ভমেলায় বিল গেটসের অংশগ্রহণ করার দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওর ব্যক্তি আসলে বিল গেটস নন

False Social

চলমান মহাকুম্ভ মেলার আবহে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে এই মেলাতে অংশ গ্রহন করেছে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন বিল গেটস। ২২ সেকেন্ডের এই ভিডিওতে এক উঁচু জায়গায় বিল গেটসের ন্যায় সাদা চুলওয়ালা একজন ব্যক্তিকে দেখতে পাওয়া যাচ্ছে এবং তার পাশেই দাড়িয়ে রয়েছে আরও কয়েকজন বিদেশী। 

ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”বিশ্বের সবথেকে বেশি পয়সা ওয়ালার মালিক বিল গেটস আজ স্বয়ং মহা কুম্ভ মেলায় উপস্থিত , জয় সনাতন . . 🌺🕉️হর হর মহাদেব ❤️🕉️🚩।“ 

তথ্য যাচাইয়ের আমরা পেয়েছি ভিডিওর ব্যক্তি বিল গেটস নন, একজন সাধারন বিদেশী। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

বিল গেটস-এর মত বিদেশী ধনকুবের যদি মহাকুম্ভ মেলায় অংশগ্রহণ করতো তাহলে তা নিশ্চয় বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জায়গা পেত। কিন্তু গুগল প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চের মাধ্যমে এরকম কোন সংবাদ প্রতিবেদন পাওয়া যায়না যেখানে বিল গেটসের কুম্ভ মেলায় অংশগ্রহন করার কথা নিশ্চিত করে যা থেকে আমাদের ধারনা হয় ভিডিওটি এবং ভিডিওর সাথে করা দাবিটি বিভ্রান্তিকর।

ভিডিওর আসল উৎস খুঁজতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, হুবহু এই ভিডিওটি ‘Gulluck’ নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ভিডিওটি ২৪ দিসেম্বর,২০২৪, তারিখে আপলোড করা হয়েছে এবং ক্যাপশনে লেখা হয়েছে,”বিল গেটের মতো দেখতে একজন মানুষ।“ 

ভিডিওতে ক্যামেরামান একজনকে উদ্দেশ্য করে বলছেন, ‘এখন আমি একজনকে দেখাচ্ছি। দেখ তো, তুমি একে চিনতে পারছো কি না?’ তখন পাশের এক ব্যক্তি না বোঝার ভঙ্গিতে জিজ্ঞেস করছেন, ‘কার কথা বলছো?’
ক্যামেরামান আবার সেই বিদেশী ব্যক্তির দিকে লক্ষ্য করে বলছেন, ‘এই যে সামনে যে দাঁড়িয়ে রয়েছে?’
এই প্রশ্নের উত্তরে পাশের ব্যক্তি (ক্যামেরামানের বন্ধু) ‘বিল গেটস’ বললে, সে হাসতে শুরু করে এবং ব্যঙ্গ করে বলেন, ‘বিল গেটস।’ এরপর তিনি জানান যে, তিনি কাশী বিশ্বনাথে এসেছেন। তারপরই ক্যামেরামান তার বন্ধুর দিকে ক্যামেরা ঘুরিয়ে বলছেন, ‘সঙ্গে আছে ভাইয়া, এ এখন রাশিয়াতে থাকে, এখন রাশিয়ান হয়ে গেছে।’ ভিডিও দেখে পরিষ্কার বোঝা যায় যে, এটা শুধু মজা করে বানানো হয়েছিল। 

এই চ্যানেলের অন্য ভিডিও দেখতে গিয়ে একটি ভিডিওটি খুঁজে পায় যেখানে উপরোক্ত ভিডিওটিকে পার্ট-১ বলে উল্লেখ করে ইউটিউবার বলছেন ভিডিওর ব্যক্তিকে নকল বিল গেটস বলে উল্লেখ করছেন। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, বিল গেটসের কুম্ভমেলায় অংশগ্রহণ করার দাবিটি মিথ্যা। ভিডিওর ব্যক্তি আসলে বিল গেটস নন, বরং তার মতই দেখতে একজন বিদেশী।

Avatar

Title:কুম্ভমেলায় বিল গেটসের অংশগ্রহণ করার দাবিটি বিভ্রান্তিকর। ভিডিওর ব্যক্তি আসলে বিল গেটস নন

Written By: Nasim A  

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *