মনমোহন সিং-এর শেষ যাত্রায় কংগ্রেস নেতাদের অংশগ্রহণ না করার দাবিটি মিথ্যা

False Political

ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রয়াত হয়েছেন যা সারা দেশে গভীর শোকের ছায়া নেমে আসে। ২৮ ডিসেম্বর তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া দিল্লির নিগমবোধ ঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়। 

তাঁর মৃত্যুতে সারা দেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, সাধারণ মানুষ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেন। এই পরিস্থিতিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে ড. মনমোহন সিং-এর শেষ যাত্রায় কোনো কংগ্রেস নেতা উপস্থিত ছিলেন না। 

মনমোহন সিং-এর শেষ যাত্রার ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”অন্তিম যাত্রায় জনসাধারণের উপস্থিতি নেই, কেবল নিরাপত্তা কর্মীরা,এমনকি কংগ্রেস কর্মীরাও আসেননি… মনমোহন সিং তার নিজের দল এবং গান্ধী পরিবারের দ্বারা অবিরত অসম্মানিত 😌।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি বিরোধী দলের নেতা রাহুল গান্ধীসহ কংগ্রেসের নেতারা ড. মনমোহন সিং-এর শেষ যাত্রায় অংশ নিয়েছিলেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কংগ্রেস নেতাদের অনুপস্থিতির দাবিটি মিথ্যা। 

ফেসবুক পোস্ট 

উল্লেখ্য, ড. মনমোহন সিং ২০০৪ থেকে ২০১৪ পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। কংগ্রেসের একজন অন্যতম শ্রদ্ধেয় নেতা হিসেবে বিবেচিত হতেন। তাই তাঁর শেষ যাত্রায় কংগ্রেস নেতাদের অনুপস্থিতির দাবি যদি সত্য হয়, তাহলে তা রাজনৈতিক এবং সামাজিক স্তরে বড় একটি প্রশ্নচিহ্ন তুলে দেবে।

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা গুগলে প্রাসঙ্গিক কি ওয়ার্ড সার্চ করি। ২৮ ডিসেম্বর ‘এনডিটিভি’র ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিও উপস্থাপনে দেখা যায় যে প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর শেষ যাত্রায় রাহুল গান্ধী ট্রাকের ওপর উপস্থিত ছিলেন। ভিডিওটির ৬ মিনিটের টাইমস্ট্যাম্পে তাঁকে স্পষ্টভাবে দেখা যায়। 

আরেকটি ভিডিওতে দেখা যায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে এবং অন্যান্যরা ড. মনমোহন সিং-এর বাসভবনে গিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। 

আমরা ‘ডেকান ক্রনিকল’-এর একটি টুইটও পেয়েছি যেখানে রাহুল গান্ধী এবং তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেডিকে ড. মনমোহন সিং-এর শেষ যাত্রায় অংশ নিতে দেখা যায়। 

এক্স পোস্ট আর্কাইভ 

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং অন্যান্য কংগ্রেস নেতারা ড. মনমোহন সিং-এর শেষ শ্রদ্ধা জানাতে নিগমবোধ ঘাটে উপস্থিত হয়েছিলেন। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, মনমোহন সিং-এর শেষ যাত্রায় কংগ্রেস নেতাদের অনুপস্থিতির দাবিটি মিথ্যা। বিরোধী দলীয় নে তা রাহুল গান্ধী সহ কংগ্রেসের নেতারা ড. মনমোহন সিং-এর শেষ যাত্রায় অংশ নিয়েছিলেন। 

Avatar

Title:মনমোহন সিং-এর শেষ যাত্রায় কংগ্রেস নেতাদের অংশগ্রহণ না করার দাবিটি মিথ্যা

Written By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *