
ট্রাম্প প্রশাসনের প্রথম সপ্তাহে আইন প্রয়োগকারী কর্মকর্তারা ৭,৩০০ অবৈধ অভিবাসীকে প্রত্যাহার এবং তাদের নিজ দেশে ফিরিয়ে দিয়েছেন। তার মধ্যে ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসী মার্কিন সামরিক C-17 পরিবহন বিমানে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে পৌঁছেছেন। তাদের মধ্যে ৩০ জন পাঞ্জাব, ৩৩ জন হরিয়ানা এবং ৩৩ জন গুজরাট, ৩ জন মহারাষ্ট্র এবং ৩ জন উত্তরপ্রদেশের এবং ২ জন চণ্ডীগড়ের বাসিন্দা। এই সার্বিক পরিস্থিতিতে একটি পণ্যবাহী বিমানের ছবি যেখানে সারি বদ্ধ ভাবে অনেক জন লোকের বসে থাকার একটি ছবি শেয়ার করে সেটিকে আমেরিকা থেকে বহিস্কার করা ভারতীয়দের ছবি বলে দাবি করা হচ্ছে।
ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”C-17 একটি আমেরিকান কার্গো প্লেন বা মালবাহক বিমান, যা পণ্য পাঠাতে ব্যবহৃত হয়।। ট্রাম্প সাহেব এতে ২০৭ জন ভারতীয়কে দেশে ফেরত পাঠাচ্ছেন। তিনিই সেই প্রিয় বন্ধু দো-লান্ড ট্রাম্প যাঁকে জয়ী করার জন্য আমরা ভারতীয়রা উনিজির নেতৃত্বে ঘোর করোনাকালেও নিজেদের প্রাণ বাজি রেখে শত কোটি টাকা খরচ করে তাঁর সম্মানে ‘নমস্তে ট্রাম্প’-এর আয়োজন করেছিলাম।। আজ সেই নির্লজ্জ ট্রাম্প, ভারতীয়দের ন্যূনতম সন্মান দিতেও রাজি হননি। একটা যাত্রীবাহী বিমানের ব্যবস্থা টুকুও করে দিতে পারলেন না!! ধিক্কার।।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি ভুয়ো। ভাইরাল ছবিটি আমেরিকা থেকে ভারতীয়দের প্রত্যর্পণের দৃশ্য নয় বরং তা কলম্বিয়ান অভিবাসীদের বহিস্কারের দৃশ্য।
তথ্য যাচাইঃ
সংবাদ প্রতিবেদন থেকে জানতে পারি, ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসী মার্কিন সামরিক C-17 পরিবহন বিমানে পাঞ্জাবের অমৃতসর বিমানবন্দরে পৌঁছেছেন। C-17 মার্কিন সামরিক বিমানটি টেক্সাসের সান অ্যান্টোনিও থেকে উড্ডয়ন করে এবং দুপুর ১:৫৫ টায় অমৃতসরের শ্রী গুরু রামদাস জি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
ফেসবুক পোস্টের সংশ্লিষ্ট ছবি সম্পর্কে জানতে আমরা ছবিটিকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, voazimbabwe-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। ২৭ জানুরি,২০২৫, তারিখের এই প্রতিবেদনের শিরোনামে লেখা হয়েছে- কলম্বিয়া মাইগ্র্যান্ট বহিষ্কারের ফ্লাইট গ্রহণ করতে অস্বীকৃতি জানালে, ট্রাম্প কলম্বিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
এই প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়াকে অভিবাসী প্রত্যর্পণ ফ্লাইট গ্রহণে অস্বীকার করার জন্য নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন। কলম্বিয়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা কিছু অভিবাসীকে ফেরত নিতে অস্বীকার করেছিল, যা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। এই মতবিরোধ দুই দেশের মধ্যে কূটনৈতিক জটিলতা সৃষ্টি করলেও, পরে কলম্বিয়া সরকার ট্রাম্পের সমস্ত শর্ত মেনে অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর ফ্লাইট পাঠিয়েছিল।
এই প্রতিবেদন সহ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রতিরক্ষা বিভাগ কর্তৃক প্রকাশিত এই ছবিটি আরিজোনা রাজ্যের টুসন আন্তর্জাতিক বিমানবন্দরের। অবৈধ অভিবাসীদের বিমানটি উড্ডয়নের অপেক্ষা করছে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজ, এক্স পোস্ট থেকে অবৈধ অভিবাসীদের বহিস্কারের একটি ভিডিও শেয়ার করে লেখা হয়েছে- প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম সপ্তাহে,সারা বিশ্ব থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে হাজার হাজার অবৈধ অভিবাসীকে দেশ জুড়ে গ্রেফতার ও আটক করা হয়েছে। নির্বাসন ফ্লাইটগুলিও এই অভিবাসীদের মেক্সিকো, জর্ডান, ব্রাজিল এবং ইআই সালভাদর সহ দেশে ফেরত দিতে শুরু করেছে।
উপরোক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, অবৈধ অভিবাসীদের সংশ্লিষ্ট ফেসবুক পোস্টের ছবিতে ভারতীয়দের নয় বরং কলম্বিয়ান অভিবাসীদের বহিস্কারের দৃশ্য প্রদর্শিত হয়েছে।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাহদ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে ভারতীয় অভিবাসীদের নয়।

Title:মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের বহিস্কার করা হচ্ছে? জানুন ভাইরাল ছবির সত্যতা
Fact Check By: Nasim AkhtarResult: False