২০২৪ সালের জানুয়ারির জাপান সুনামির দৃশ্য তিব্বতের ভূমিকম্পের দাবিতে শেয়ার 

False International

৭ জানুয়ারি তিব্বতে একটি মারাত্মক ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির এপিসেন্টার তিব্বতের ১০ কিলোমিটার গভীরে ছিল। এর কম্পন প্রতিবেশী ভারত এবং নেপালেও অনুভূত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে ৪৯ জনের মৃত্যু ও ১০০ জনেরও বেশির আহপত হওয়ার খবর পাওয়া গেছে। এই প্রেক্ষিতে একটি ভিডিও শেয়ার করে সেটিকে তিব্বত ভুমিকম্পের দৃশ্য বলে শেয়ার করা হচ্ছে। ভিডিওতে রাস্তার দুপাশে থাকা বাড়িগুলোকে দুলতে এবং এক যুবক যে এই ভয়াবহ দৃশ্য দেখে হতভম্ব হয়ে এপার থেকে ওপার দৌড়া দৌড়ী করছে। 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি সাম্প্রতিক তিব্বত ভুমিকম্পের সাথে সম্পর্কিত নয়। ২০২৪ সালের জানুয়ারি মাসে জাপানে আঘাত হানা সুনামির দৃশ্যকে ভুয়ো দাবির সাথে শেয়ার করা হচ্ছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, Jiji Press Video Center নামক ইউটিউব চ্যানেলে হুবহু এই রকমের ভিডিও ক্লিপ পাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ৩ এপ্রিলে আপলোড করা হয়েছে। ভিডিওর বিবরণী অনুযায়ী, ভিডিওতে প্রদর্শিত ফুটেজগুলতে সেই বছর জাপানে আঘাত হানা সুনামির দৃশ্য প্রদর্শিত হয়েছে। যা থেকে স্পষ্ট হয় যে ভিডিওটি সাম্প্রতিক নয় এবং তিব্বত ভুমিকম্পের সাথে সম্পর্কিত নয়। 

ইউটিউব লিঙ্ক, আর্কাইভ 

জাপানের সংবাদ মাধ্যমের ইউটিউব চ্যানেল ‘ANNnewsCH’- এ এই ভিডিওর উল্লেক পাই। সেখানেও এটিকে সেই বছর অর্থাৎ ২০২৪ এর প্রথমের দিকেই জাপানে আসা সুনামির দৃশ্য বলে জানানো হয়েছে। 

ইউটিউব লিঙ্ক আর্কাইভ 

২০২৪ সালের ১ জানুয়ারিতে জাপানের ইশিকাওয়া প্রিফেকচারের নোটো উপদ্বীপের সুজু শহরের ৬ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে একটি ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি রিভার্স-ফল্টিং ছিল এবং এটি শিনডো ৭ এবং এম এম আই ১০-১১ (এম্বসার) মাত্রার তীব্রতা সৃষ্টি করে। কম্পন ও সুনামির কারণে নোটো উপদ্বীপে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে, বিশেষত সুজু, ওয়াজিমা, নোটো ও আণামিজু শহরগুলোতে। ইশিকাওয়া, টোয়ামা এবং নিগাতা প্রিফেকচারে ক্ষয়ক্ষতি হয়েছিল। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ২০২৪ সালের জানুয়ারি মাসে জাপানে আঘাত হানা সুনামির দৃশ্যকে তিব্বতের ভুমিকম্পের দৃশ্য দাবি করে শেয়ার করা হচ্ছে। 

Avatar

Title:২০২৪ সালের জানুয়ারির জাপান সুনামির দৃশ্য তিব্বতের ভূমিকম্পের দাবিতে শেয়ার

Fact Check By: Nasim Akhtar 

Result: False


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *