বিদেশ সফরে মোদীর উপস্থিতিতে পরিবেশিত মোদী-বিরোধী ও গান্ধী পরিবারের প্রশংসামুলক গানের ভিডিওটি সম্পাদিত

Altered Political

পঞ্চদেশীয় সফরে বেরিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২ জুলাই থেকে ৯ জুলাইয়ের মধ্যে তিনি ঘানা, ত্রিনিদাদ ও টোবাগো, আর্জেন্টিনা, ব্রাজিলে BRICS সম্মেলন এবং নামিবিয়ায় ভ্রমণ করবেন ও বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। ইতিমধ্যেই তিনি ঘানা ও ট্রিনিদাদ ও টোবাগোর সফর সম্পন্ন করে আর্জেন্টিনার মাটিতে পা রেখেছেন। এই সফরের প্রেক্ষিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে, যেখানে কয়েকজন ব্যক্তি প্রধানমন্ত্রী মোদীকে উৎসর্গ করে একটি গান পরিবেশন করছেন। গানটিতে মোদীর বিদেশ সফর, মনেটাইজেশন নীতি, এবং মুকেশ আম্বানির সঙ্গে মোদীর ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়গুলো সমালোচনার সুরে তুলে ধরা হয়েছে। ভিডিওটি শেয়ার করে দাবি করা হচ্ছে যে, বিদেশ সফরে থাকা প্রধানমন্ত্রী মোদীর সামনে গানটির মাধ্যমে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর প্রশংসা করা হয়েছে এবং সেই গানের তালে মোদী হাততালি দিয়ে তাল মিলিয়েছেন।

পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে,”বিদেশে ভ্রমণরত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে গানের মাধ্যমে সোনিয়া গান্ধী , রাহুল গান্ধীর প্রশংসা …. যেখানেই যাবেন সেখানেই ” গান্ধীকে”  পাবেন। আর সবচেয়ে উল্লেখ যোগ্য বিষয় হলো, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর নাম শুনেও হাত তালি দিতে বাধ্য হচ্ছেন, আমদের উনি, আর মুখের এক্সপ্রেশন টা তো দেখার মতো।“ 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল ভিডিওটির দাবি বিভ্রান্তিকর। মূল ভিডিওতে প্রধানমন্ত্রী মোদীর সামনে ভোজপুরি চৌটাল পরিবেশন করা হয়। স্ট্যান্ড আপ কমেডিয়ানদের দ্বারা পরিবেশিত একটি সমালোচনামূলক গানকে কেটে জুড়ে দিয়ে ভিডিওটি ভুয়া প্রেক্ষাপটে ছড়ানো হয়েছে। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। এবিপি লাইভ-এর  সংবাদ প্রতিবেদনে লেখা হয়েছে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে পাঁচ দেশের বিদেশ সফরে রয়েছেন। এই সফরের অংশ হিসেবে ঘানা সফর শেষ করে তিনি বৃহস্পতিবার (৩ জুলাই, ২০২৫) ত্রিনিদাদ ও টোবাগোতে পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসার তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। পোর্ট অব স্পেনে শুক্রবার মোদীকে ঝাঁঝালো ঢাক, তাসা এবং মঞ্জিরার তালে ভারতীয় ঐতিহ্যবাহী আয়োজনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। ভোজপুরি চৌটাল পরিবেশনা দেখে মোদী অভিভূত হয়ে পড়েন এবং এই সাংস্কৃতিক উপস্থাপনাকে ভারত ও ত্রিনিদাদ ও টোবাগোর গভীর সম্পর্কের প্রতিফলন বলে মন্তব্য করেন। 

scrnli_TgnNsI5TC29nUa.png

প্রতিবেদন আর্কাইভ 

অন্যান্য সংবাদ মাধ্যম গুলোতেও জানানো হয়েছে যে, উত্তর প্রদেশ ও বিহার থেকে আগত ভারতীয় প্রবাসীদের শিকড়ের প্রতিফলন হিসেবে মোদীকে ভোজপুরি চৌটাল সংগীতের মাধ্যমে স্বাগত জানানো হয়। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক্স (টুইটার) প্রোফাইল থেকে সংগীতের মাধ্যমে তাকে স্বাগত জানানোর ভিডিওটি ৪ জুলাই প্রকাশ করা হয়েছে। ভিডিওতে স্পষ্টভাবে দেখা ও শোনা যায়, কয়েকজন শিল্পী তাঁর সামনে দাঁড়িয়ে ভোজপুরি সংগীত পরিবেশন করছেন। 

উপরোক্ত তথ্যের ভিত্তিতে স্পষ্ট হয় যে, দাবিকৃত সংশ্লিষ্ট ফেসবুক পোস্টের ভিডিওটিতে শোনা গানটি ডিজিটালি সম্পাদনা করে পরে যুক্ত করা হয়েছে। এই গানটি আমরা ‘East India Comedy’ নামক ইউটিউব চ্যানেলে পেয়েছি। ভিডিওটি ২০১৭ সালের ২ মার্চে আপলোড করা হয়েছে। ভিডিওতে কয়েকজন স্ট্যান্ডআপ কমেডিয়ান প্রধানমন্ত্রীর সম্পর্কে এবং দেশের উপর মনিটাইজেশনের প্রভাব নিয়ে সমালোচনামূলক গান পরিবেশন করছেন। 

নিষ্কর্ষঃ তথ্য যাচাই করে ফ্যাক্ট ক্রিসেন্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওটির দাবি ভিত্তিহীন ও ভুয়ো। বিদেশ সফরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর প্রশংসামূলক কোনো গান পরিবেশিত হয়নি। ভিডিওটি ডিজিটালি সম্পাদিত। মূল ভিডিওতে মোদীকে ভোজপুরি চৌটাল পরিবেশনার মাধ্যমে স্বাগত জানানো হয়েছিল এবং তিনি সেই পরিবেশনার সঙ্গে হাততালি দিয়ে তাল মিলিয়েছিলেন। 

Avatar

Title:বিদেশ সফরে মোদীর উপস্থিতিতে পরিবেশিত মোদী-বিরোধী ও গান্ধী পরিবারের প্রশংসামুলক গানের ভিডিওটি সম্পাদিত

Fact Check By: Nasim Akhtar 

Result: Altered

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *