পুরো মহারাষ্ট্র জুড়ে প্রবল বৃষ্টিপাতের প্রেক্ষিতে গেটওয়ে অব ইন্ডিয়ার একটি ভিডিও শেয়ার করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে জোরে জোরে ঢেউ আইকনিক গেটওয়ের উপর আছড়ে পড়ছে এবং চারপাশের এলাকা পানিতে ডুবে গেছে। ওই ভিডিওটিকে সম্প্রতি ঘটনার বলে দাবি করা হচ্ছে।
ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”মুম্বাই প্রচণ্ড বর্ষা ইন্ডিয়া গেটের উপরে এবং তাজ হোটেলের রাস্তায় সমুদ্রের পানি উঠে পড়েছে।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভাইরাল ভিডিওটি আসলে ২০২১ সালের মে মাসের।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলস্বরুপ, এই একই ভিডিওটি ‘The Global Exhibition’ নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যায় যেখানে ভিডিওটি ২৩ জুকাই,২০২১, তারিখে আপলোড করা হয়েছে।
ভিডিওর সঙ্গে মিল থাকা একটি ভিডিও ‘এবিসি নিউজ-এর এক্স হ্যান্ডেলে পাওয়া যায়। ১৯ মে, ২০২১ তারিখে করা পোস্টের ক্যাপশনে জানানো হয়েছিল যে, সেই সময় হানা দেওয়া ঘূর্ণিঝড় তউকতের প্রভাবে মুম্বাইয়ের সমুদ্রতীর ও গেটওয়ে অফ ইন্ডিয়া জলে তলিয়ে গিয়েছিল।
এই ভিদিওকে ঘিরে সংবাদ মাধ্যমেও প্রতিবেদন প্রকাশ পেয়েছিল। নিউজ১৮, ইন্ডিয়ান এক্সপ্রেস, ইন্ডিয়া টুডের প্রতিবেদনে জানানো হয়েছে- ঘটনাটি ২০২১ সালের মে মাসে ঘূর্ণিঝড় তউকতে মহারাষ্ট্রে আঘাত হানার সময়ের।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, গেটওয়ে অফ ইন্ডিয়ায় ঢেউ আছড়ে পড়ার ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং ২০২১ সালের মে মাসের।

Title:গেটওয়ে অফ ইন্ডিয়ায় ঢেউ আছড়ে পড়ার ভিডিওটি সাম্প্রতিকের নয় বরং ২০২১ সালের
Fact Check By: Nasim AResult: False