
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হচ্ছে, যেখানে এক পুলিশকর্মী একজন বিধায়কের গাড়ি থামাচ্ছে কারণ গাড়িতে কালো কাচ লাগানো ছিল। ভিডিওতে গাড়ির পাশে দাঁড়ানো ব্যক্তিকে বিধায়ক বলা হচ্ছে। সেই পুলিশকে ফোনে একজন সিনিয়র পুলিশের সাথে কথা বলছেন। ফোনের ওপার থেকে তিনি সেই গাড়ি ছেড়ে দিতে বললে সেই পুলিশ প্রতিউত্তরে বলছেন-আপনি আমাকে সাসপেন্ড করলেও করতে পারেন, কিন্তু আমি গাড়ি যেতে দেব না।
এই ভিডিওর শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,”দেশে এমন পুলিশ দরকার, এমপি হোক বা এমএলএ, তারা শুনবে না, সাসপেন্ড করতে চাইলে কর, ইস্তফা দিতে চাইলে এখনই নাও… স্যালুট স্যার 👍।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি স্ক্রিপ্টেড।
তথ্য যাচাইঃ
ভিডিওর সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, সংশ্লিষ্ট ভিডিওর দীর্ঘ সংস্করণটি ‘Monty Deepak Sharma’ নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ভিডিওটি ৬ ফেব্রুয়ারি,২০২৫, তারিখে আপলোড করা হয়েছে। এই ভিডিওর ঠিক ১৫ সেকেন্ডে স্ক্রিনে একটি স্পষ্টীকরণ ভেসে ওঠে যেখানে লেখা হয়েছে,”এই ভিডিওটি প্রযোজনা করেছেন মণ্টি দীপক শর্মা। এই ভিডিওটি একটি কাল্পনিক কাজ, কোনোভাবে এই ভিডিওটি কোন ক্ষেত্র, পেশার মানুষদের অবমাননা করা নয়। এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনমূলক উদ্দেশ্যে তৈরি।“
Monty Deepak Sharma’ নামক উপরোক্ত ইউটিউব চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখলে দেখা যায় যে, এই ভিডিওর ব্যক্তিরা বাকি ভিডিওগুলিতে নানা চরিত্রে অভিনয় করছেন।
তারপর, আমরা দীপক শর্মার সামাজিক মাধ্যম প্রোফাইল ( ফেসবুক, ইনস্টাগ্রাম) গুলো খুঁজে বের করি। প্রোফাইল থেকে করা বিভিন্ন ভিডিওতে তাকে ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে। এমনকি, তার প্রোফাইলে নিজেকে অভিনেতা এবং ডিজিটাল ক্রিয়েটর হিসেবে বর্ণনা করেছেন।
ফ্যাক্ট ক্রিসেণ্ডো দীপক শর্মার সাথে যোগাযোগ করে। তিনি আমাদের জানান,”ভিডিওটি প্রাক-লিখিত এবং পরিকল্পিত। ভিডিওতে যারা অভিনয় করছেন তারা সবাই পেশাদার অভিনেতা। এই ভিডিওটি মূলত দর্শকদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।“
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড এবং মনোরঞ্জনের উদ্দেশ্যে তৈরি।

Title:ভীতিহীনভাবে বিধায়কের গাড়ি থামানো পুলিশ অফিসারের ভাইরাল ভিডিওটি স্ক্রিপ্টেড
Written By: Nasim AResult: False