বিহারের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর সামনে ভোট চোর, গদ্দি ছোড় স্লোগান ওঠার ভিডিওটি সম্পাদিত 

False Political

৬ এবং ১১ নভেম্বর, দুই পর্বে বিহার বিধানসভার নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে ১৪ তারিখে ভোট গণনা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তারপর থেকেই রাজ্যে জোরকদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। এরই মাঝে মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এবং উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে তাঁদেরকে এক মঞ্চে বসে থাকতে দেখা যাচ্ছে এবং ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান শোনা যাচ্ছে।  দাবি করা হচ্ছে,  বিহারের এক নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সামনেই ‘ভোট চোর গদ্দি ছোড়’ স্লোগান উঠেছে। 

তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি  এই ভিডিওটি সম্পাদিত। এটি ২৪ সেপ্টেম্বর সাসারামে অনুষ্ঠিত এনডিএ কর্মীদের কর্মসূচির ভিডিও এবং সেখানে এমন কোনো স্লোগান দেওয়া হয়নি। 

ফেসবুক পোস্ট 

তথ্য যাচাইঃ 

এই দাবির সত্যতা যাচাই করতে ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, ভিডিওটি ২৫ সেপ্টেম্বরে ‘দি ইন্ডিয়ান ক্লাব লাইভ’ নামের ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছিল।  জানানো হয়েছে, নীতীশ কুমার বিহারের সাসারামে প্রায় ৯২১ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করেছিলেন। সেই সময় তিনি একটি অনুষ্ঠানে বক্তব্যও রাখেন। 

আরও খুঁজাখুঁজির পর, ইউপি২৪ নামক ইউটিউব চ্যানেলেও এই একই ভিডিওর দীর্ঘ সংস্করণটি পাওয়া যায় এবং এখানেও পুরো ভিডিওতে কোথাও ‘ভোট চুরি’ সংক্রান্ত কোনো স্লোগান শোনা যায়নি। 

এছাড়াও আমরা ‘পাঞ্জাব কেসরি’র একটি ভিডিও উপস্থাপন পাই যেখানে এই একই ভিডিও অন্তর্ভুক্ত রয়েছে এবং সেখানে অনুষ্ঠান সম্পর্কিত তথ্য দেওয়া হয়েছে। উপস্থাপনের পুরো ভিডিওর কোন অংশেই ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান শোনা যায়নি। 

বিহার পাঞ্জাব ‘কেসরি’র প্রতিবেদন অনুযায়ী, ‘সাসারামে মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৯৩১ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। মুখ্যমন্ত্রী উন্নয়নমূলক কাজের তথ্য দিয়েছেন এবং লালু পরিবারের ওপরও তীক্ষ্ণ মন্তব্য করেছেন।‘

প্রতিবেদন আর্কাইভ 

যদি এমন কোনো ঘটনা ঘটত তাহলে বিহার নির্বাচনের প্রেক্ষাপট এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জনপ্রিয়তা মাথায় রেখে এ নিয়ে অবশ্যই সংবাদ প্রতিবেদন প্রকাশ পেত। যা থেকে স্পষ্ট ধারনা হয় যে, ভিডিওটি নিশ্চয় সম্পাদিত।  

নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওটি সম্পাদিত। এটি ২৪ সেপ্টেম্বর সাসারামে অনুষ্ঠিত এনডিএ কর্মীদের কর্মসূচির ভিডিও এবং সেখানে এমন কোনো স্লোগান দেওয়া হয়নি।

Avatar

Title:বিহারের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর সামনে ভোট চোর, গদ্দি ছোড় স্লোগান ওঠার ভিডিওটি সম্পাদিত 

Fact Check By: Nasim A  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *