
সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে যে, ভিডিওর মহিলা ফুড ডেলিভার এজেন্টের ওপর যৌন নির্যাতন চালানো হয়েছে। ভিডিওতে সুইগি ফুড ডেলিভারির পোশাকে এক কিশোরীকে এক ঘরের দরজার সামনে বিচলিত অবস্থায় দেখা যাচ্ছে। সেই কিশোরীর প্যান্টে রক্তের নিশান স্পষ্ট লক্ষ্য করা যায়।
ভিডিওটি শেয়ার ক্যাপশনে লেখা হয়েছে,”খাবার ডেলিভারি করতে গিয়ে Swiggy ডেলিভারি কিশোরী শ্রীলতাহানি।“
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি ভিডিওটি আসলে পূর্ব পরিকল্পিত ভাবে তৈরি করা।
তথ্য যাচাইঃ
ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, এই ভিডিওর দীর্ঘ সংস্করণটি 3RD EYE’ নামক ইউটিউব চ্যানেলে পাওয়া যায়। ভিডিওটি চলতি বছরের ২ জানুয়ারিতে আপলোড করা হয়েছে এবং শিরোনামে লেখা হয়েছে,”এটি অপ্রত্যাশিত ছিল..!😲😲 দেখুন যখন একজন ডেলিভারি ব্যক্তি ভুল ঠিকানার সাথে দেখা করেন তখন কী ঘটেছিল।“
ভিডিওর বর্ণনায় স্পষ্ট জানানো হয়েছে,”ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ। অনুগ্রহ করে মনে রাখবেন যে এই পেজটিতে স্ক্রিপ্ট করা নাটক, প্যারোডি এবং সচেতনতামূলক ভিডিও রয়েছে। এই শর্ট ফিল্মগুলি শুধুমাত্র বিনোদন এবং শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওগুলিতে চিত্রিত সমস্ত চরিত্র এবং পরিস্থিতি কাল্পনিক এবং সচেতনতা বৃদ্ধি, বিনোদন এবং শিক্ষিত করার উদ্দেশ্যে তৈরি।“
তারপর আমরা এই চ্যানেলের অন্যান্য ভিডিও গুলো ঘেঁটে দেখি। দেখা যায়, সংশ্লিষ্ট ভিডিও মহিলা অন্য ভিডিওতে অন্য চরিত্রে অভিনয় করছেন এবং সেই ভিডিও গুলোতেও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে ভিডিওগুলো স্ক্রিপ্টেড।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেন্ডোর এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, সুইগির নারী ডেলিভারি এজেন্টকে ঘিরে ভাইরাল হওয়া শ্লীলতাহানির ভিডিওটি আসলে পূর্বপরিকল্পিত অর্থাৎ স্ক্রিপ্টেড।

Title:সুইগির নারী ডেলিভারি এজেন্টের সাথে যৌন নির্যাতনের ভিডিওটি আসলে স্ক্রিপ্টেড
Fact Check By: Nasim AkhtarResult: False