
দিল্লীতে বিজেপি সরকার গঠন হয়েছে এবং ২০ ফেব্রুয়ারিতে রেখা গুপ্তা দিল্লীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহন করেছেন। তারপর থেকেই সামাজিক মাধ্যমে রেখা গুপ্তার নামে বেশ কিছু অপ্রাসঙ্গিক ভিডিও শেয়ার করা হচ্ছে যেগুলোর সত্যতা যাচাই করেছে ফ্যাক্ট ক্রিসেণ্ডো। সম্প্রতি একটি ভিডিও আমাদের নজরে পড়েছে যা শেয়ার করে ফেসবুক ব্যবহারকারী দাবি করেছেন ভিডিওতে নাচতে দেখতে পাওয়া মহিলা দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
তথ্য যাচাইয়ের মাধ্যমে আমরা পেয়েছি দাবিটি মিথ্যা। ভিডিওর মহিলা রেখা গুপ্তা নয় বরং তার নাম সঙ্গীতা মিশ্রা। সঙ্গীতা একজন নৃত্যশিল্পী যিনি নিজেকে একজন নৃত্য উত্সাহী হিসেবে বর্ণনা করেন।
তথ্য যাচাইঃ
এই দাবির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওর কি ফ্রেমগুলোকে গুগলে রিভার্স ইমেজ সার্চ করি। ফলে, একই ভিডিওটি ‘sangeeta_mishra05’ নামক ইনস্টাগ্রাম প্রোফাইল যার আসল নাম সঙ্গীতা মিশ্রা’র প্রোফাইলে পাওয়া যায়। ভিডিওটি ২২ ফেব্রুয়ারি,২০২৫, তারিখে পোস্ট করা হয়েছে।
তার প্রোফাইল ঘেঁটে দেখলে দেখা যায় তার অনেক নাচের ভিডিও রয়েছে। প্রোফাইলে তিনি নিজেকে নৃত্য উত্সাহী হিসেবে বর্ণনা করেছেন। তার প্রোফাইলেই তার ইউটিউব চ্যানেলের লিঙ্ক পাওয়া যায় যেখানেও তার নাচের অনেক ভিডিও আপলোড করা রয়েছে।
নীচে ভিডিওর মহিলা সঙ্গীতা মিশ্রা ও দিল্লী মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার তুলনামূলক ফ্রেমটি নীচে দেখুন। তুলনামূলক ফ্রেমে স্পষ্ট লক্ষ্যনিয় ভিডিওর মহিলা রেখা গুপ্তা নন।
নিষ্কর্ষঃ তথ্য যাচাইয়ের মাধ্যমে ফ্যাক্ট ক্রিসেণ্ডো এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, ভিডিওতে নাচ করা মহিলা দিল্লী মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নন বরং নৃত্যশিল্পী সঙ্গীতা মিশ্রা।

Title:ভিডিওর মহিলা দিল্লী মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা নন, তিনি নৃত্যশিল্পী সঙ্গীতা মিশ্র
Fact Check By: Nasim AkhtarResult: False